সিরিজ বাঁচানোর লড়াইয়ে আক্রমণাত্মক ভারত পেল সহজ টার্গেট

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে প্রোটিয়াদের (India vs South Africa) দাপুটে ইনিংসকে থামিয়ে দিলেন ভারতীয় বোলাররা। চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদবের ঘূর্ণিজালে ফাঁদে পড়ে দক্ষিণ আফ্রিকার…

india-vs-south-africa-2025-kuldeep-yadav-prasidh-krishna-bowling-performance

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে প্রোটিয়াদের (India vs South Africa) দাপুটে ইনিংসকে থামিয়ে দিলেন ভারতীয় বোলাররা। চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদবের ঘূর্ণিজালে ফাঁদে পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা হোঁচট খায়। কুলদীপের দক্ষতার সঙ্গে কৃষ্ণর বলিংয়ের সমন্বয়ে ৪৭.৫ ওভারে দক্ষিণ আফ্রিকা অল আউট হয় ২৭০ রানে। ফলে, ম্যাচে জয়ের জন্য ভারতের সামনে দাঁড়াল ২৭১ রানের লক্ষ্য।

Advertisements

ভারতের বোলিং আক্রমণ শুরু থেকেই কার্যকর হয়। টস জিতে ফিল্ডিং নেওয়া অধিনায়ক কে এল রাহুলের সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হয়। প্রথম ওভারেই অর্শদীপ সিংহ ফিরিয়েছেন রায়ান রিকেলটনকে। দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি’কক এবং তেম্বা বাভুমার পার্টনারশিপ ১১৩ রান পর্যন্ত গিয়ে থেমে যায়। বাভুমা ৪৮ রান করে রবীন্দ্র জাডেজার বলে আউট হওয়ার পর দলকে সামলে দাঁড়াতে হয়।

   

ম্যাচের বড় টার্নিং পয়েন্ট আসে ৩৩তম ওভারের শেষ বল। সেঞ্চুরির পর ডি’কক প্রসিদ্ধ কৃষ্ণরের একটি সঠিক লাইন মিস করেন এবং বোল্ড হয়ে যান। এরপর দক্ষিণ আফ্রিকার রান গতি উল্লেখযোগ্যভাবে কমে যায়। লোয়ার মিডল অর্ডারের ব্যাটসম্যানরা রান তোলায় ব্যর্থ হন, একমাত্র ডেওয়াল্ড ব্রেভিস ২৯ বলে ২৯ রান করেন।

কুলদীপ যাদবের বোলিং পরিসংখ্যানও চোখে পড়ার মতো—১০ ওভারে মাত্র ৪১ রান খরচ করে চারটি উইকেট। প্রসিদ্ধ কৃষ্ণরও চারটি উইকেট নেন। এই দুর্দান্ত বোলিং আক্রমণের মাধ্যমে ভারতীয় বোলাররা ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নেয়।

দক্ষিণ আফ্রিকার ২৭০ রানের ইনিংস থামার পর ভারতের সামনে জয়ের জন্য ২৭১ রান তুলতে হবে। সিরিজ বাঁচানোর লড়াইয়ে এ ম্যাচটি ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শিবিরের উচ্ছ্বাসও চোখে পড়ে, বিশেষ করে টস জেতার পর বোলিং কোচ মর্নি মর্কেল রাহুলকে অভিনন্দন জানাতে ভুলেননি।

বিশাখাপত্তনমের এই ম্যাচে ভারতীয় বোলারদের আক্রমণাত্মক মনোভাব এবং চায়নাম্যান স্পিনের জাদু যেন সিরিজে নতুন মোড় এনে দিয়েছে।

Advertisements