দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে ভারতীয় দলের (India vs South Africa) সামনে তৈরি হয়েছে এক সুখকর কিন্তু কঠিন নির্বাচন ধাঁধা। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ প্রস্তুতি মাথায় রেখে হেড কোচ গৌতম গম্ভীর এবং টিম ম্যানেজমেন্ট বেশ কিছু সাহসী সিদ্ধান্ত নিতে চলেছে বলে ইঙ্গিত মিলছে। বিশেষ করে জিতেশ শর্মা বনাম সঞ্জু স্যামসন এবং হর্ষিত রানা বনাম অর্শদীপ সিং দুই জায়গায় সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন হয়ে পড়েছে।
শীর্ষক্রমে গিল-অভিষেক জুটি প্রায় নিশ্চিত
ইনজুরি কাটিয়ে ফেরা শুভমন গিলকে ওপেনিংয়ে অভিষেক শর্মার সঙ্গী করার পরিকল্পনা স্পষ্ট। সঞ্জু স্যামসন ওপেন করতে বেশি স্বচ্ছন্দ হলেও, গিলকে দলে রাখা হচ্ছে তার অ্যাঙ্করিং দক্ষতার জন্য। সেখানে অভিষেক খেলবেন আক্রমণাত্মক ভূমিকায়। দলের অধিনায়ক ও বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার সূর্যকুমার যাদব খেলবেন তার পছন্দের তিন নম্বর পজিশনে। এরপর চার নম্বরে তিলক বর্মাই দলে অগ্রাধিকার পাচ্ছেন। মাঝে বামহাতির উপস্থিতিতে দলের ব্যালান্স বাড়ছে।
উইকেটকিপার হিসেবে সঞ্জুর বদলে জিতেশ শর্মাকেই এগিয়ে রাখা হচ্ছে। কারণ একটাই—ফিনিশারের ভূমিকায় জিতেশ প্রথম বল থেকেই মারকাটারি, আর এই জায়গায় বিশেষজ্ঞ ক্রিকেটার কম থাকায় তাকে দলে রাখার প্রবণতা বাড়ছে। ফলে সঞ্জুকে খেলাতে হলে তাকে নেমে ব্যাট করতে হবে মাঝের সারিতে, যা তার স্বাভাবিক পজিশন নয়।
হার্দিক পান্ডিয়ার ফেরা দলে এনে দিয়েছে সেরা ব্যালান্স। পাঁচ নম্বরে বিধ্বংসী ব্যাটিং, সঙ্গে চার ওভার মিডিয়াম-ফাস্ট বোলিং। দুই ভূমিকাই ভারতকে দিতে পারেন তিনি। তার পরেই থাকবেন নির্ভরযোগ্য অলরাউন্ডার অক্ষর প্যাটেল।
গতি আক্রমণের নেতৃত্বে থাকছেন জসপ্রীতবুমরাহ। তার সঙ্গী হিসেবে অর্শদীপের অভিজ্ঞতা দলকে সুবিধা দেবে, তবে তরুণ হর্ষিত রানার গতি ও আগ্রাসন তাকে দলে জায়গা পাওয়ার দারুণ প্রতিযোগী করে তুলেছে। হার্দিক থাকায় তৃতীয় পেসার হিসেবে তিনি সম্পূর্ণ চার ওভার দিতে পারবেন।স্পিন বিভাগে কুলদীপ যাদবের সঙ্গে থাকবেন রহস্য-স্পিনার বরুণ চক্রবর্তী জুটি দক্ষিণ আফ্রিকার মধ্যসারিকে চাপে রাখতে পারে।
ভারতের সম্ভাব্য একাদশ : শুভমন গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটকিপার), কুলদীপ যাদব, অর্শদীপ সিং / হর্ষিত রানা, জশপ্রীত বুমরাহ
ম্যাচ সংক্রান্ত তথ্য
টসের সময়: সন্ধ্যা ৬:৩০ (IST)
ম্যাচ শুরুর সময়: সন্ধ্যা ৭:০০ (IST)
টিভিতে সরাসরি সম্প্রচার: স্টার স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ স্ট্রিমিং: জিওহটস্টার অ্যাপ ও ওয়েবসাইট
