Sunday, December 7, 2025
HomeSports NewsCricket২২ গজে ফের ভারত-পাক মহারণের বিরল ঘটনায় তোলপাড় ক্রিকেটমহল!

২২ গজে ফের ভারত-পাক মহারণের বিরল ঘটনায় তোলপাড় ক্রিকেটমহল!

- Advertisement -

যুব এশিয়া কাপের মঞ্চে আবারও পাকিস্তান (India vs Pakistan) দলের সঙ্গে হ্যান্ডশেক নিয়ে বিতর্কের আগুন জ্বলে উঠল। ‘রাইজিং স্টার এশিয়া কাপ’র ম্যাচে ভারত ‘এ’ দলের অধিনায়ক জিতেশ শর্মা পাকিস্তান ‘এ’ দলের অধিনায়ক ইরফান খান নিয়াজির সঙ্গে করমর্দন এড়িয়ে গিয়েছেন।

রাসেলকে নিতে মরিয়া বড় দল, পাল্টা এই পেসারকে চাইছে KKR!

   

ভারত-পাকি ক্রিকেট ম্যাচে হ্যান্ডশেক না করা ভারতীয় ক্রিকেটের একটি পরিচিত নীতি হয়ে দাঁড়িয়েছে। অপারেশন সিঁদুরের পর থেকে দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনার প্রভাবে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানিদের সঙ্গে হাত মেলানোর পথ বেছে নেননি। বড়দের এশিয়া কাপ এবং মহিলা বিশ্বকাপেও একই ঘটনা ঘটেছিল।

নিলামে কাদের চাইছে শাহরুখের ফ্র্যাঞ্চাইজি? সামনে এল রিপোর্ট কার্ড!

ম্যাচের শুরুতে টস জিতে পাকিস্তান অধিনায়ক ইরফান খান নিয়াজি ভারতকে ব্যাট করতে পাঠান। টসের পর করমর্দনের প্রস্তাব থাকা সত্ত্বেও জিতেশ শর্মা পাকিস্তান অধিনায়কের সঙ্গে হাত মেলাননি। ক্রিকেট মহলে এর কারণে আবারও সমালোচনার ঝড় উঠেছে।

india-vs-pakistan-youth-asia-cup

ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের সময় থেকেই পাকিস্তানির সঙ্গে হ্যান্ডশেক না করার নীতি কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। এ নিয়ে সংবাদ মাধ্যম এবং সামাজিক মাধ্যমে বহু বিতর্ক হয়েছে। যুব এশিয়া কাপেও সেই একই ধারা বজায় থাকল।

ম্যাচে ভারতীয় ইনিংস ১৩৬ রানে শেষ হয়। ফলে মাঠে শারীরিক করমর্দনের মতো ঐতিহ্যগত মুহূর্তের বদলে রাজনৈতিক ও কূটনৈতিক প্রেক্ষাপটই সামনে চলে এল। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করান, খেলাধুলা হলেও আন্তর্জাতিক সম্পর্কের প্রভাব মিটিয়ে ওঠা সহজ নয়। যুব ক্রিকেটের এই পর্যায়ে, ভারত-পাকিস্তান দ্বৈরথ কেবল প্রতিদ্বন্দ্বিতারই নয়, বরং সামাজিক ও রাজনৈতিক সংবেদনশীলতারও প্রতিফলন হয়ে উঠেছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular