কিছুক্ষনের মধ্যে ২২ গজে ভারত-পাক মহারণ, কোথায় দেখবেন ম্যাচ?

india-vs-pakistan-hong-kong-sixes-2025-live-streaming-and-squad-details

ক্রিকেটপ্রেমীদের কাছে ভারত-পাকিস্তান (India vs Pakistan) মানেই এক অনন্য রোমাঞ্চ, এক বিশেষ প্রতিদ্বন্দ্বিতা। এবার সেই চিরচেনা লড়াই দেখা যাবে এক ভিন্ন ফরম্যাটে হংকং সিক্সেস ২০২৫। শুক্রবার (৭ নভেম্বর) মুখোমুখি হবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী, যেখানে ছয় ওভারের ঝড়ো এই ফরম্যাটে দর্শকরা পাবেন দারুণ এক উত্তেজনাপূর্ণ লড়াইয়ের স্বাদ।

Advertisements

ভারতীয় সময় দুপুর ১টা ৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার দিনেশ কার্তিক, আর পাকিস্তান শিবিরের নেতৃত্বে থাকছেন তরুণ ও প্রতিশ্রুতিশীল অলরাউন্ডার আফ্রিদি।

   

নির্বাচকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে ‘বিস্ফোরক’ তারকা পেসার

অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল ভারত দলে

ভারতীয় স্কোয়াডে রয়েছেন বেশ কিছু পরিচিত নাম। কার্তিকের পাশাপাশি মাঠে নামছেন সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার রবিন উথাপ্পা, যিনি আগেও ভারতের নেতৃত্বে এই টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন। তার সঙ্গে থাকছেন স্টুয়ার্ট বিনি, অভিমন্যু মিথুন, ভারত চিপলি, শাহবাজ নাদিম ও প্রিয়াঙ্ক পাঞ্চাল। অভিজ্ঞতা আর তারুণ্যের সমন্বয়ে গঠিত এই দলটি এবারের আসরে অন্যতম ফেভারিট হিসেবে বিবেচিত হচ্ছে।

পুল ‘সি’তে ভারত-পাকিস্তান-কুয়েত

১২ দলের এই প্রতিযোগিতায় ভারত ও পাকিস্তান রয়েছে পুল ‘সি’তে। তাদের সঙ্গে রয়েছে কুয়েত। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল উঠবে এলিমিনেশন রাউন্ডে। ফলে গ্রুপপর্বেই ভারত-পাকিস্তান ম্যাচ হবে উচ্চ উত্তেজনাপূর্ণ। কারণ শুধু ঐতিহ্যের নয়, বরং কোয়ার্টার ফাইনালের পথ নির্ধারণেরও লড়াই।

Advertisements

চোটে ছিটকে অশ্বিন

ভারতের গুরুত্বপূর্ণ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন। তার অনুপস্থিতিতে ভারতের স্পিন আক্রমণ সামলাবেন শাহবাজ নাদিম, যিনি ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য পরিচিত।

কোথায় দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার?

ভারতে হংকং সিক্সেস ২০২৫-এর সরাসরি সম্প্রচার করবে Sony Sports Network। দর্শকরা টেলিভিশনে ম্যাচগুলো দেখতে পারবেন Sony Sports Ten 5।

অন্যদিকে, অনলাইন দর্শকদের জন্য FanCode অ্যাপ-এ থাকবে লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা, যেখানে স্মার্টফোন বা ট্যাব থেকেই উপভোগ করা যাবে প্রতিটি মুহূর্তের রোমাঞ্চ।

ভারতীয় দল: দিনেশ কার্তিক (অধিনায়ক), রবিন উথাপ্পা, ভারত চিপলি, শাহবাজ নাদিম, প্রিয়াঙ্ক পাঞ্চাল, স্টুয়ার্ট বিনি, অভিমন্যু মিথুন।

পাকিস্তান: মহম্মদ শাহজাদ, মাজ সদাকত, আবদুল সামাদ, খোয়াজা নাফে, সাদ মসুদ, শাহিদ আজিজ, আব্বাস আফ্রিদি।