অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম ওয়ানডে ম্যাচে ভারতের দুই সিনিয়র তারকা বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মার পারফরম্যান্স নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। প্রত্যাবর্তনের ম্যাচে দু’জনেরই ব্যাট একেবারে নিশ্চুপ। বিশেষ করে, কোটি কোটি সমর্থক অপেক্ষা করছিলেন তাঁদের আইকনিক জুটি দেখার জন্য। তখন এমন ব্যর্থতা হতাশ করেছে গোটা ক্রিকেট দুনিয়াকে।
রোহিত মাত্র ৮ রান করে আউট হন অতিরিক্ত বাউন্সে পরাস্ত হয়ে। অন্যদিকে বিরাট (Virat Kohli) ফেরেন শূন্য রানে, অফস্টাম্পের বাইরের বল ছুঁয়ে। এই ব্যর্থতার পেছনে অনেকেই কারণ হিসেবে দেখছেন দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেট না খেলা। অস্ট্রেলিয়ান পিচের প্রতিকূলতা কিংবা মানিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত ম্যাচ প্র্যাকটিসের অভাব। কিন্তু ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক যা বললেন, তা এক নতুন বিতর্কের জন্ম দিল।
দ্বিতীয় ওয়ানডের আগে সাংবাদিক বৈঠকে বিরাট ও রোহিতের ব্যর্থতা নিয়ে প্রশ্ন করা হলে সীতাংশু বলেন, “ওঁরা IPL খেলেছেন, পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছেন। আমি মনে করি পারফরম্যান্স খারাপ হওয়ার পিছনে আবহাওয়ার বড় ভূমিকা ছিল। ম্যাচে একাধিকবার বৃষ্টি এসে ব্যাঘাত ঘটায়। খেলোয়াড়দের মনসংযোগ ধরে রাখা খুবই কঠিন হয়ে যায়। যদি অস্ট্রেলিয়া আগে ব্যাট করত, তারাও একই সমস্যায় পড়ত।”
সিরিজ বাঁচাতে মরিয়া ভারত, অনুশীলনে হাজির বিশেষ অতিথি!
কিন্তু এখানেই শুরু হয়েছে প্রশ্ন। কারণ ম্যাচ শুরু হওয়ার সময় বিরাট ও রোহিত যখন ব্যাট করতে নামেন, তখন মাঠে বৃষ্টির কোনো লক্ষণই ছিল না। এমনকি একবারও ম্যাচ থামাতে হয়নি, ওভারও কমেনি। অর্থাৎ, কোটাকের বক্তব্যের বাস্তব ভিত্তি নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।
সোশ্যাল মিডিয়ায় কোটাকের এই বক্তব্য নিয়ে চলছে তুমুল ট্রোল। একজন অভিজ্ঞ পেশাদার কোচ কীভাবে এমন মন্তব্য করতে পারেন, তা নিয়ে বিস্মিত ক্রিকেটপ্রেমীরা। কেউ কেউ বলছেন, “এটা ব্যর্থতার দায় এড়ানোর চেষ্টা।” আবার কেউ লিখেছেন, “রোহিত-বিরাটের মত অভিজ্ঞদের জন্য এই অজুহাত একেবারেই মানায় না।”
সব বিতর্কের মাঝেও সীতাংশু কোটাক পরিষ্কার করে জানিয়ে দেন, বিরাট ও রোহিতের ফিটনেস নিয়ে কোনও সমস্যা নেই। তিনি বলেন, “ওঁরা নেটে ভালো ব্যাট করছেন, ছন্দে আছেন। এই ম্যাচে ব্যর্থ হয়েছেন মানেই ফর্মহীন, তা বলা ঠিক নয়।”
India vs Australia Virat Kohli & Rohit Sharma faliure Sitanshu Kotak weather excuse