হোবার্ট: রোমাঞ্চ, প্রতিশোধ আর প্রত্যাবর্তনের মিশেলে সাজানো এক দুরন্ত সন্ধ্যা। অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ সিরিজের নির্ণায়ক ম্যাচে আজ যেন অন্য রূপে দেখা গেল টিম ইন্ডিয়াকে। একদিকে অর্শদীপ সিংয়ের আগুনে বোলিং, অন্যদিকে বরুন চক্রবর্তীর ম্যাজিক এই দুই অস্ত্রে সজ্জিত হয়ে অজিদের ১৮৬ রানে আটকে দেয় ভারত। এরপর মাঠে নেমেই যেন ঝড় তুললেন ওয়াশিংটন সুন্দর। দলে ফিরে যেন নিজের জায়গা পাকা করে নেওয়ার তাগিদে বোলারদের উপর ঝাঁপিয়ে পড়লেন তিনি।
জিতেশ শর্মা এবং ওয়াশিংটন সুন্দরের ব্যাটিংয়ে ভোর করে শেষমেশ ম্যাচ জিতে কামব্যাক করল ভারত। ভারতের জয়ে মাঠে উচ্ছ্বাসের ঢেউ। শুরুটা যদিও ভারতীয় ইনিংসে কিছুটা টালমাটাল ছিল। ওপেনার অভিষেক শর্মা ২৫ রান করেন মাত্র ১৬ বলে, আর সূর্যকুমার যাদব ১১ বলে ২৪ রানের দ্রুত ইনিংস খেলে সাজঘরে ফেরেন। এরপর তিলক বর্মার স্থির ব্যাটিংয়ে ইনিংস গতি পায়, তিনি করেন ২৬ বলে ২৯ রান।
‘নাচ’ নিয়ে রাহুলের নতুন কটাক্ষ, মোদীর পর এবার কাদের নিশানা করলেন তিনি?
কিন্তু আসল গল্প শুরু হয় ওয়াশিংটনের ব্যাট থেকে। কিছুদিন ধরেই জাতীয় দলে সুযোগ পাচ্ছিলেন না এই অলরাউন্ডার। কিন্তু আজ যেন নিজের যোগ্যতা প্রমাণের দিন। মাঠে নামার পর থেকেই তাঁর ব্যাট থেকে ঝরেছে চার-ছক্কার বন্যা। তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন জিতেশ শর্মা। ওয়াশিংটন ৪৯ এবং মাত্র ১৬ বলে ২৩ রানে অপরাজিত থাকেন জিতেশ।
এর আগে টস জিতে ভারত প্রথমে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠায়। শুরুটা ভালোই করেছিল ভারতীয় বোলাররা, কিন্তু মাঝের ওভারে ক্যাচ মিসের খেসারত দিতে হয়। টিম ডেভিড (৭৪) এবং মার্কাস স্টোইনিস (৬৪) একসঙ্গে ভারতের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নিতে চাইছিলেন। দু’জনই দুর্দান্ত ব্যাটিং করে দলকে ১৮৬ রানে পৌঁছে দেন। তবু ভারতের হয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন অর্শদীপ সিং কামব্যাক ম্যাচেই ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে দলের ভরসার প্রতীক হয়ে ওঠেন।
তার সঙ্গে ভরসা জুগিয়েছেন ‘মিস্ট্রি স্পিনার’ বরুন চক্রবর্তী। পরপর দুই বলে ২টি উইকেট তুলে নিয়ে তিনি যেন পুরনো ছন্দে ফিরেছেন। তাঁর ঘূর্ণিতে দিশেহারা অজি ব্যাটাররা। আজ ভারতের সামনে একটাই লক্ষ্য ছিল, সিরিজে সমতা ফেরানো। কারণ পাঁচ ম্যাচের সিরিজে ভারত ইতিমধ্যেই ০-১ পিছিয়ে আছে। আজকের ম্যাচ জিতে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে তারা এবং বাকী তিনটি ম্যাচই হয়ে উঠবে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ।
ভারতীয় দল ম্যানেজমেন্টও আশাবাদী। এক কর্মকর্তা বলেন, “ওয়াশিংটনের প্রত্যাবর্তন পুরো টিমে এক নতুন উদ্যম এনেছে। অর্শদীপ ও বরুনের পারফরম্যান্স দেখিয়ে দিয়েছে ভারতীয় বোলিং লাইনআপ কতটা গভীর।” আজ যেভাবে ওয়াশিংটনের ব্যাট গর্জে উঠেছে, তাতে শেষ পর্যন্ত ভারতই হেসেছে শেষ হাসি আর সেই হাসির সঙ্গে মিশে আছে আত্মবিশ্বাস, পরিশ্রম আর প্রতিশোধের মিষ্টি স্বাদ।
