বৃষ্টি নয় ইন্দ্রদেবের কল্যানেই সিরিজ ঘরে তুলল ভারত

india-vs-australia-5th-t20i-brisbane-match-called-off-india-win-series-2-1

ব্রিসবেন, ৮ নভেম্বর: ক্রিকেটপ্রেমীরা যে ম্যাচটির জন্য মুখিয়ে ছিলেন, সেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ মুখোমুখি লড়াইটি শেষ পর্যন্ত পূর্ণ রূপ পেল না। গাব্বার ঐতিহাসিক মাটিতে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে নির্ধারিত শেষ ম্যাচটি বজ্রপাত ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বাতিল হয়ে গেল। কিন্তু আবহাওয়ার খামখেয়ালিপনাও থামাতে পারল না ভারতের সিরিজ জয়। ২-১ ব্যবধানে ট্রফি নিজেদের করে নিল সুর্যকুমার যাদবের নেতৃত্বাধীন তরুণ ভারতীয় দল।

Advertisements

শুরুটা হয়েছিল দুর্দান্তভাবে। টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ভারত, আর শুরু থেকেই দেখা যায় এক আক্রমণাত্মক মানসিকতা। অভিষেক শর্মা ও শুভমান গিলের জুটি যেন আগুন জ্বেলে দেন অজি বোলারদের বিরুদ্ধে। মাত্র ৪.৫ ওভারেই ভারত পেয়ে যায় ৫৫ রানের ঝোড়ো ওপেনিং পার্টনারশিপ। অভিষেকের মারমুখী ভঙ্গি, গিলের ক্লাসিক ড্রাইভ সব মিলিয়ে গ্যালারিতে ছিল উচ্ছ্বাসের ঢেউ। গাব্বার দর্শকরা বুঝতেই পারেননি, এই ম্যাচের ভবিষ্যৎ কত দ্রুত বদলে যাবে।

   

শ্রীঘর না হোটেল? খুনি, ধর্ষকদের জন্য এলাহি ব্যবস্থা জেলে!

কিন্তু ঠিক তখনই প্রকৃতির রুদ্র রূপ। আকাশে ভেসে আসে কালো মেঘ, চারদিক জুড়ে ঘন গর্জন। বজ্রপাত শুরু হয় মাঠের কাছাকাছি এলাকায়, আর কয়েক মিনিটের মধ্যেই ম্যাচ থামিয়ে দিতে বাধ্য হন আম্পায়াররা। যদিও তখনও বৃষ্টি শুরু হয়নি, তবুও নিরাপত্তার স্বার্থে খেলোয়াড়দের মাঠ ছেড়ে যেতে বলা হয়। বড় স্ক্রিনে তখন স্পষ্ট বার্তা “It is unsafe to stay in the open.” অর্থাৎ, দর্শকদেরও নির্দেশ দেওয়া হয় খোলা গ্যালারি থেকে সরে নিরাপদ স্থানে যেতে।

এই সময় ধারাভাষ্যে ছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার ম্যাথিউ হেইডেন। তিনিই জানিয়েছিলেন, “গাব্বার দিকে একটি ভারী ঝড় এগিয়ে আসছে। পরিস্থিতি খারাপের দিকেই যাচ্ছে।” কয়েক মিনিট পরেই সত্যিই প্রবল বৃষ্টি নামে ব্রিসবেনের আকাশে। মাঠ পরিণত হয় জলাশয়ে। মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা, কিন্তু আবহাওয়া কোনোভাবেই উন্নতি না হওয়ায় অবশেষে ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়। ফলে সিরিজের ফলাফল দাঁড়ায় ভারত ২, অস্ট্রেলিয়া ১।

Advertisements

এই জয় তাই কেবল মাঠের নয়, মনোবলেরও প্রতীক। বিশ্বকাপের পর বিশ্রামে থাকা সিনিয়র খেলোয়াড়দের অনুপস্থিতিতেও ভারতের নবীন দল দেখাল অসাধারণ ধারাবাহিকতা। শুভমান গিল, অভিষেক শর্মা, রিঙ্কু সিং ও রুতুরাজ গায়কোয়াডরা নতুন প্রজন্মের আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি।ক্রিকেটবিশ্বে গাব্বা মানেই এক ঐতিহ্য। ২০২১ সালে এখানে ভারত ঐতিহাসিক টেস্ট জয় এনে দিয়েছিল। এবারও সেই মাঠেই রইল আরেক অধ্যায়ের ছোঁয়া যদিও ম্যাচটা শেষ পর্যন্ত পূর্ণ রূপ পেল না, তবুও ভারতের মুখে হাসি অটুট রইল।

সমর্থকরা ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া জানান। কেউ বলেন, “প্রকৃতিই এবার বৃষ্টি দিয়ে সিরিজ শেষ করল,” কেউ আবার লেখেন, “যে দলটা এত সাহস নিয়ে লড়েছে, তারা জয়ের যোগ্য।” সিরিজ শেষে অধিনায়ক সুর্যকুমার যাদব বলেন, “আমাদের লক্ষ্য ছিল ইতিবাচক ক্রিকেট খেলা।

আজ ম্যাচটা না হলেও ছেলেরা যে মনোভাব দেখিয়েছে, তাতে আমি গর্বিত।” গাব্বার আকাশে বজ্রপাত হয়তো ম্যাচ থামিয়ে দিয়েছে, কিন্তু এই তরুণ ভারতীয় দলের উদ্দীপনা, আত্মবিশ্বাস আর উজ্জ্বল ভবিষ্যৎকে কোনো ঝড়ই থামাতে পারবে না—এটাই আজকের সবচেয়ে বড় বার্তা।