হোবার্টে আজ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে নামছে ভারত ও অস্ট্রেলিয়া (India vs Australia)। মেলবোর্নে দ্বিতীয় ম্যাচে হারের পর সিরিজে ০–১ ব্যবধানে পিছিয়ে আছে সূর্যকুমার যাদবের ভারত। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় আজকের লড়াই কার্যত ভারতের জন্য ‘ডু অর ডাই’ ম্যাচ। তাই একাদশে কিছু পরিবর্তন আসতে পারে, এমনটাই ইঙ্গিত টিম ম্যানেজমেন্ট থেকে।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার শিবিরে বড় পরিবর্তন। বাকি তিন ম্যাচে খেলবেন না জশ হ্যাজেলউড। আগেই পরিকল্পনা অনুযায়ী তাঁকে অ্যাশেজ সিরিজের প্রস্তুতির জন্য বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর না থাকা নিঃসন্দেহে স্বস্তির খবর ভারতের ব্যাটিং লাইন-আপের জন্য। কারণ ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই হ্যাজেলউড ছিলেন ভয়ঙ্কর ছন্দে, বিশেষ করে গিল ও সূর্যকুমারকে তাঁর সুইং ও বাউন্স বেশ ভুগিয়েছে।
ভারতীয় ব্যাটিংয়ের মূল চিন্তা ফর্মহীন শুভমন গিল ও অধিনায়ক সূর্যকুমারকে ঘিরে। দ্বিতীয় ম্যাচে একমাত্র উজ্জ্বল দিক ছিলেন অভিষেক শর্মা, যিনি আক্রমণাত্মক ব্যাটিংয়ে নজর কাড়েন। আজকের ম্যাচে এই তিনজনের পারফরম্যান্সই নির্ধারণ করে দিতে পারে ভারতের ভাগ্য।
Our next challenge beckons 👊
🎥 Melbourne ✈️ Hobart as #TeamIndia are all set for the 3⃣rd T20I#AUSvIND pic.twitter.com/2TSncBgidg
— BCCI (@BCCI) November 2, 2025
তবে বোলিং বিভাগে পরিবর্তনের জোর সম্ভাবনা। প্রথম দুই ম্যাচে সুযোগ না পেলেও আজ দলে ফিরতে পারেন অর্শদীপ সিং। এখন পর্যন্ত ভারতের সবচেয়ে সফল টি-টোয়েন্টি পেসার হয়েও তাঁকে বাইরে রাখায় সমালোচনার মুখে পড়েছে টিম ম্যানেজমেন্ট। হোবার্টের পিচে অতিরিক্ত বাউন্স থাকায় একজন পেসার বাড়ানোর কথা ভাবছে ভারতীয় শিবির। ফলে এক স্পিনার, সম্ভবত কুলদীপ যাদব বাইরে বসে যেতে পারেন।


