সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার পর শুক্রবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (India vs Australia) মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল আত্মবিশ্বাসে ভরপুর। বিপরীতে রয়েছেন মিচেল মার্শের অস্ট্রেলিয়া। উভয় দলই এবার পূর্ণাঙ্গ লড়াইয়ে নামতে প্রস্তুত।
ক্যানবেরায় প্রথম ম্যাচে ভারত ৯.৪ ওভারে ৯৭/১ রান তুলেছিল। সেই সময়ে দুর্দান্ত ছন্দে ছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব ও শুভমন গিল। সূর্যকুমারের ২৪ বলে ৩৯ রানের ইনিংসে ছিল এক ঝলমলে ১২৫ মিটার দীর্ঘ ছক্কা। আবারও প্রমাণ করল তার পুরনো আগুনে ফর্মে ফেরা। যদিও বৃষ্টিতে খেলা ভেস্তে যায়, তবুও ভারতীয় ড্রেসিংরুমে আত্মবিশ্বাস এখন চূড়ায়।
অভিষেক শর্মা, তিলক বর্মা ও শিবম দুবে তরুণ শক্তির জোয়ারে এখন ভারতের ব্যাটিং লাইন-আপ আগের চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক। বিশেষত অভিষেক, যিনি সাম্প্রতিক এশিয়া কাপে নজরকাড়া ফর্মে ছিলেন, তাকিয়ে থাকবে সবার দৃষ্টি।
ক্যানবেরার ম্যাচে জশ হ্যাজেলউড ছিলেন অস্ট্রেলিয়ার একমাত্র উজ্জ্বল দিক। বাকিদের বোলিংয়ে ধার কিছুটা কম দেখা গেছে। তবে মেলবোর্নের বিশাল মাঠে তাদের লক্ষ্য থাকবে ভারতীয় ব্যাটিংকে দ্রুত ভাঙা ও সিরিজে সমতা ফেরানো।
🎥 𝘼𝙪𝙨𝙩𝙧𝙖𝙡𝙞𝙖𝙣 𝙏𝙧𝙖𝙫𝙚𝙡 𝘿𝙞𝙖𝙧𝙞𝙚𝙨#TeamIndia reach Melbourne for 2nd #AUSvIND T20I 🛬 👌 pic.twitter.com/MIadTIuEWz
— BCCI (@BCCI) October 30, 2025
ভারতের সম্ভাব্য একাদশ : অভিষেক শর্মা, শুভমন গিল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিবম দুবে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ, হর্ষিত রানা
লাইভ টেলিকাস্ট ও স্ট্রিমিং
ভারত বনাম অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ সরাসরি দেখা যাবে Star Sports Network-এ, আর অনলাইন স্ট্রিমিং হবে JioHotstar অ্যাপ ও ওয়েবসাইটে।



