অল্প রানের পুঁজি নিয়ে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী (India vs Australia) দলের বিরুদ্ধে জেতা সম্ভব নয়। শুক্রবারের মেলবোর্নের টি-টোয়েন্টি ম্যাচ যেন সেই কথারই প্রমাণ দিল। দ্বিতীয় টি-টোয়েন্টিতে একেবারে ব্যাটে-বলে ভরাডুবি টিম ইন্ডিয়ার। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অজি অধিনায়ক মিচেল মার্শ। সেই সিদ্ধান্তই যেন ম্যাচের গতিপথ নির্ধারণ করে দিল শুরুতেই।
Australia win the second T20I by 4 wickets.#TeamIndia will look to bounce back in the next match.
Scorecard ▶ https://t.co/7LOFHGtfXe#AUSvIND pic.twitter.com/rVsd9Md9qh
— BCCI (@BCCI) October 31, 2025
অব্যবস্থিত ব্যাটিং লাইনআপ
প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় শিবির যেন রীতিমতো ব্যাটিং বিপর্যয়ের শিকার। একের পর এক উইকেট হারিয়ে দ্রুত চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। কেবল অভিষেক এবং হর্ষিত রানা কিছুটা প্রতিরোধ গড়তে পারলেও বাকিদের ব্যাটে ছিল নীরবতা। ২০ ওভার পূর্ণ হওয়ার আগেই ৮ বল বাকি থাকতে মাত্র ১২৫ রানে গুটিয়ে যায় ভারতীয় ইনিংস।
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা ছিলেন আগুনে ফর্মে। শুরু থেকেই ভারতীয় ব্যাটারদের চাপে রেখে উইকেট তুলে নিয়েছেন নিয়মিত ব্যবধানে।
অস্ট্রেলিয়ার ঝোড়ো সূচনা
১২৬ রানের সহজ লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ঝড় তোলেন দুই ওপেনার মিচেল মার্শ ও ট্র্যাভিস হেড। পাওয়ার প্লেতেই ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য বোলার বুমরাহর উপর চড়াও হন তাঁরা। এক ওভারে বুমরাহের বল থেকে আসে ১৮ রান। পরের ওভারে হর্ষিত রানার বোলিংয়েও ওঠে ২০ রান। মাত্র চার ওভারেই পঞ্চাশ পার করে ফেলে অস্ট্রেলিয়া।
ভারতের ক্ষীণ প্রত্যাবর্তনের চেষ্টা
ভারতের প্রথম সাফল্য আসে বরুণ চক্রবর্তীর হাত ধরে। তাঁর বলেই ২৮ রানে আউট হন হেড। কিছুক্ষণের মধ্যেই মার্শকেও কুলদীপ যাদব ফিরিয়ে দেন ৪৬ রানে। কিন্তু ততক্ষণে ম্যাচ কার্যত অস্ট্রেলিয়ার দিকেই চলে গেছে। শেষের দিকে বুমরাহের পরপর দুটি উইকেট কিছুটা উত্তেজনা ফিরিয়েছিল বটে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছে।
অজি আধিপত্যে সিরিজে ১-০ লিড
১৩ ওভারেই ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া। টিম ডেভিড মাত্র ১ রানে আউট হলেও ইংলিশ ও ওয়েড নিশ্চিত করে দেন অস্ট্রেলিয়ার সহজ জয়। সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ লিড নিলেন মিচেল মার্শরা।
আগামী ম্যাচে নতুন লড়াইয়ের প্রত্যাশা
এই হার নিঃসন্দেহে ভারতীয় শিবিরে হতাশা ছড়াবে। তবে সিরিজ এখনও অনেক বাকি। রবিবার তৃতীয় টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকছে টিম ইন্ডিয়ার সামনে। ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে ফিরতে পারবে কি রোহিত শর্মার দল? এখন নজর সেই দিকেই।



