Sunday, December 7, 2025
HomeSports NewsCricketসিরিজ বাঁচাতে একাদশে বিরাট রদবদলের সম্ভাবনা, রইল সম্ভাব্য একাদশ

সিরিজ বাঁচাতে একাদশে বিরাট রদবদলের সম্ভাবনা, রইল সম্ভাব্য একাদশ

- Advertisement -

প্রথম ম্যাচে লজ্জাজনক পরাজয়ের পর সিরিজ বাঁচাতে মরিয়া ভারতীয় দল। ২৩ অক্টোবর অ্যাডিলেড ওভালে ভারত ও অস্ট্রেলিয়ার (India vs Australia) মধ্যে সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। পার্থে বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে ৭ উইকেটে হেরে যায় শুভমন গিলের নেতৃত্বাধীন ভারত। সেই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হন দলের দুই অভিজ্ঞ স্তম্ভ রোহিত শর্মা ও বিরাট কোহলি।

এবার অ্যাডিলেডে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের পথে হাঁটতে পারে ভারতীয় দল। সূত্রের খবর, দ্বিতীয় ম্যাচে দলে ফিরতে পারেন চাইনাম্যান স্পিনার কুলদীপ যাদব। পাশাপাশি সুযোগ পেতে পারেন ওপেনার যশস্বী জয়সওয়ালও।

   

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থে ভারতীয় পেসাররা কার্যকর হলেও স্পিনের ঘাটতি স্পষ্ট। সেই ঘাটতি পূরণে কুলদীপ যাদবের অভিজ্ঞতা ও উইকেট নেওয়ার ক্ষমতা কাজে আসতে পারে। তাকে দলে নিলে বাইরে বসতে হতে পারে তরুণ হার্ষিত রানাকে।

RSS অনুষ্ঠানে যোগ দিয়ে সাসপেন্ড রাজ্য সরকারি কর্মী!

যশস্বী জয়সওয়ালের অন্তর্ভুক্তি হলে গম্ভীরের সামনে দুইটি বিকল্প। অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডিকে বাদ দেওয়া, কিংবা ওয়াশিংটন সুন্দরকে বাইরে রাখা। যশস্বীর আগমন টপ অর্ডারে স্থায়িত্ব আনতে পারে, বিশেষত রোহিত ও কোহলির ফর্ম নিয়ে প্রশ্ন থাকায়। যদিও সুন্দর অফ স্পিনের পাশাপাশি ব্যাটিংয়েও কার্যকর, তবে ব্যাটিং শক্তি বাড়াতে তাকে ছাঁটাই করা হতে পারে।

রোহিত ও কোহলির ফর্ম নিয়ে প্রশ্ন উঠেছে সর্বত্র। ২০২৭ বিশ্বকাপের আগে প্রতিটি ম্যাচে পারফর্ম করা জরুরি। ব্যাটিং কোচ সীতাংশু কোটক অবশ্য দুই অভিজ্ঞ ব্যাটারের পাশে রয়েছেন। তবে ম্যাচ ফিটনেস এবং ধারাবাহিকতা প্রমাণ করার চাপ থেকেই যাচ্ছে।

ভারতের সম্ভাব্য একাদশ : রোহিত শর্মা, শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কে এল রাহুল (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর / নীতীশ রেড্ডি, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ

indian-cricket-team-hardik-pandya-injury-update-comeback-south-africa-series

অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ : মিচেল মার্শ (অধিনায়ক), ট্রাভিস হেড, মার্নাস লাবুশানে, জশ ইংলিস (উইকেটকিপার), মিচেল ওয়েন, অ্যালেক্স কেরি, কুপার কনোলি, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক, নাথান এলিস, জেভিয়ার বার্টলেট

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular