দল থেকে বাদ পড়লেন দুই তারকা! শোরগোলে ঘেরা পার্থিবের একাদশ কারা?

india-vs-australia-1st-t20i-2025-parthiv-patel-playing-xi

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে ভারতীয় (India) দলে বড়সড় চমক। গুজরাট টাইটান্সের কোচিং স্টাফের সদস্য এবং প্রাক্তন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার পার্থিব প্যাটেল বেছে নিয়েছেন তাঁর পছন্দের ভারত একাদশ। সেখানে স্থান পাননি দলের দুই ফর্মে থাকা খেলোয়াড় কুলদীপ যাদব ও হর্ষিত রানা।

Advertisements

সুর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল আগামী ২৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে নামছে একদম নতুন ছন্দে। তিন ম্যাচের ওডিআই সিরিজ শেষ হওয়ার পর এই টি-টোয়েন্টি লড়াই হবে বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবেও।

পার্থিব তাঁর একাদশে ওপেনার হিসেবে রেখেছেন অভিষেক শর্মা ও দলের সহ-অধিনায়ক শুভমন গিলকে। দু’জনেই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে সক্ষম, যা পাওয়ারপ্লেতে ভারতের ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বলে মনে করছেন পার্থিব।

অজিভূমিতে দাঁড়িয়ে সূর্যকে নিয়ে ‘বিস্ফোরক’ গম্ভীর!

তিন নম্বরে রয়েছেন এশিয়া কাপের নায়ক তিলক বর্মা, যিনি ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে দলে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন। চার নম্বরে থাকছেন অধিনায়ক সুর্যকুমার যাদব, যার ব্যাটিং ফর্ম টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের প্রধান শক্তি।

পাঁচ নম্বরে উইকেটকিপার-ব্যাটার হিসেবে রয়েছেন সঞ্জু স্যামসন। একদিনের ফরম্যাটে ধারাবাহিক না হলেও, সংক্ষিপ্ত ফরম্যাটে তাঁর আক্রমণাত্মক ইনিংস খেলবার ক্ষমতা ভারতকে বড় রানের পথে নিয়ে যেতে পারে।

Advertisements

ছয় নম্বরে আছেন অক্ষর প্যাটেল, যিনি ব্যাট ও বল দু’দিকেই ভারসাম্য বজায় রাখেন। তাঁর পরই রয়েছেন দুই অলরাউন্ডার শিবম দুবে ও নিতীশ কুমার রেড্ডি। দু’জনেই মিডল অর্ডারে ঝড় তোলার পাশাপাশি বল হাতে কয়েক ওভার দিতে সক্ষম।

পার্থিবের দলে ফ্রন্টলাইন পেসার হিসেবে রয়েছেন জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং এবং স্পিনে বরুণ চক্রবর্তী। এই বোলিং কম্বিনেশনকে ভারসাম্যপূর্ণ মনে করছেন পার্থিব, কারণ এতে রয়েছে অভিজ্ঞতা ও ভিন্নতা বুমরাহর ইয়র্কার, আর্শদীপের সুইং এবং বরুণের রহস্যময় স্পিন।

তবে সবচেয়ে বড় আলোচনার বিষয় হল, বাদ পড়েছেন কুলদীপ যাদব ও হর্ষিত রানা। কুলদীপ সম্প্রতি এশিয়া কাপে সর্বাধিক উইকেট নিয়ে ভারতের জয়ে বড় ভূমিকা রাখেন। অন্যদিকে, হর্ষিত রানা অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ একদিনের সিরিজে সর্বোচ্চ ছয় উইকেট শিকার করেন, যার মধ্যে একটি চার উইকেটের ইনিংসও রয়েছে। তবুও পার্থিব মনে করছেন, টি-টোয়েন্টি ফরম্যাটে ভারসাম্য রক্ষার জন্য তাঁরা এই মুহূর্তে দলের সেরা সমন্বয়ে নেই।

পার্থিব প্যাটেলের নির্বাচিত ভারত একাদশ

অভিষেক শর্মা, শুভমন গিল, তিলক বর্মা, সুর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, শিবম দুবে, নিতীশ কুমার রেড্ডি, জসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং