অজিদের বিপক্ষে নামার আগে ছিটকে গেলেন ভারতের তারকা ক্রিকেটার

india-pratika-rawal-ruled-out-icc-womens-world-cup-2025-injury-news

ভারতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য ওপেনার প্রতিকা রাওয়াল চোটের কারণে মহিলা বিশ্বকাপ ২০২৫ (ICC Womens World Cup 2025) বাকি পর্ব থেকে ছিটকে গেলেন। রবিবার (২৬ অক্টোবর) মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে লিগের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ফিল্ডিং করার সময় দুর্ভাগ্যজনক ভাবে চোট পান তিনি।

Advertisements

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাউন্ডারি লাইনের কাছে ফিল্ডিং করার সময় হঠাৎ পা পিছলে পড়ে যান রাওয়াল। সঙ্গে সঙ্গে দলের ফিজিও ও সাপোর্ট স্টাফরা তাঁকে মাঠের বাইরে নিয়ে যান। এরপর আর তিনি মাঠে ফেরেননি বাকি ওভারে ফিল্ডিং করতে। এমনকি ব্যাট করতে। যদিও ম্যাচ শেষ পর্যন্ত বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

   

ম্যাচ শেষে ২৫ বছর বয়সী এই ব্যাটারকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাঁর স্ক্যান করা হয়। প্রাথমিক রিপোর্টে চোট গুরুতর হওয়ায় তাঁকে বিশ্বকাপ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় বোর্ড।

রাওয়ালের ইনজুরি ভারতীয় দলের জন্য এক বড় ধাক্কা, কারণ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) একই ভেন্যুতে তাদের সেমিফাইনাল ম্যাচ রয়েছে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে। বিশ্বকাপে এখন পর্যন্ত ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক রাওয়াল ছয় ইনিংসে করেছেন ৩০৮ রান, গড় ৫১.৩৩। এর মধ্যে রয়েছে একটি শতরান (১২২) ও একটি অর্ধ-শতক (৭৫)। নিউজিল্যান্ডের বিপক্ষে তাঁর সেঞ্চুরি ভারতকে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করতে সাহায্য করেছে।

যোগীরাজ্যে ফের হতে চলেছে ‘মুসলিম জায়গার’ নাম পরিবর্তন!

২০২৪ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক অভিষেক করা প্রতিকা রাওয়াল ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেটে এক বড় নাম হয়ে উঠেছেন। মাত্র এক বছরের ব্যবধানে তিনি মহিলা ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১০০০ রান স্পর্শকারীদের মধ্যে অন্যতম হয়েছেন। তাঁর ধারাবাহিক পারফরম্যান্সই তাঁকে ভারতের ব্যাটিং লাইনআপের স্তম্ভে পরিণত করেছিল।

Advertisements

অন্যদিকে, ভারতের শিবিরে আরও দুশ্চিন্তার বিষয় রিচা ঘোষের ইনজুরি। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে আঙুলে চোট পাওয়ার পর তাঁকে বিশ্রাম দেওয়া হয় এবং বাংলাদেশ ম্যাচে ব্যাকআপ উইকেটকিপার উমা চেত্রীকে অভিষেক করানো হয়।

রবিবারের ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করে ২৭ ওভারে ১১৯/৯ রান তোলে। বৃষ্টির কারণে ম্যাচটি বারবার বন্ধ হয়ে পড়ে এবং পরে আর খেলা সম্ভব হয়নি। মাঠের নির্দিষ্ট কিছু অংশে জল জমে থাকার কারণে ফিল্ডারদের জন্য পরিস্থিতি কঠিন হয়ে পড়ে। সেখানেই চোট পান প্রতিকা রাওয়াল।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের এই সেমিফাইনাল এখন অনেকটাই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। ওপেনিংয়ে রাওয়ালের বিকল্প হিসেবে আমনজোত কৌরকে দেখা যেতে পারে। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় দল যদিও ভালো ছন্দে আছে। তবে রাওয়ালের অনুপস্থিতি নিঃসন্দেহে দলকে দুর্বল করে দেবে, বিশেষ করে টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে।