দাপুটে লড়াইয়ে WTC পয়েন্ট টেবিলে বিরাট লাফ ভারতের, কত নম্বরে গিলরা?

India beat West Indies in WTC 2025-27 points update

ভারতের ঘরের মাঠে আবারও একরাশ আত্মবিশ্বাস। তরুণ অধিনায়ক শুভমন গিলের নেতৃত্বে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (WTC 2025-27) যাত্রা শুরু করল দাপটের সঙ্গে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে টিম ইন্ডিয়া ২-০ ব্যবধানে জয় তুলে নিলেও, পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানেই থাকল গিল বাহিনী।

Advertisements

আহমেদাবাদে প্রথম টেস্টে ভারত জয় পেয়েছিল এক ইনিংস ও ১৪০ রানে। সেই ম্যাচে ভারত একচেটিয়া আধিপত্য দেখিয়ে ১২ পয়েন্ট তোলে। এরপর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে পঞ্চম দিন সকালেই সাত উইকেটে ম্যাচ জিতে আরও ১২ পয়েন্ট যোগ করে। সিরিজ থেকে মোট ২৪ পয়েন্ট সংগ্রহ করে ভারতের পয়েন্ট সংখ্যা দাঁড়াল ৫২।

   

সাতটি ম্যাচ খেলে ভারত এখন পর্যন্ত চারটি জিতেছে, দু’টি হেরেছে এবং একটি ড্র করেছে। ফলে ভারতের পয়েন্ট শতাংশ (PCT) বেড়ে দাঁড়িয়েছে ৬১.৯০। সিরিজের আগে এই হার ছিল ৫৫.৫৬ শতাংশ। যদিও এই উন্নতির পরও ভারতের অবস্থান তৃতীয়। কারণ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে স্থান নির্ধারণের ক্ষেত্রে জয় বা পয়েন্টের (WTC 2025-27) সংখ্যা নয়, বরং পয়েন্ট শতাংশ-ই চূড়ান্ত মানদণ্ড।

বর্তমানে টেবিলের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া, যারা এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলে তিনটিতেই জয় পেয়েছে। তাদের পয়েন্ট শতাংশ ১০০। দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা, যাদের শতাংশ ৬৬.৬৭। এর পরেই রয়েছে ভারত।

ইংল্যান্ড (৪৩.৩৩%), বাংলাদেশ (১৬.৬৭%) এবং ওয়েস্ট ইন্ডিজ (০.০০%) যথাক্রমে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে। নিউজিল্যান্ড, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা এখনও পর্যন্ত নতুন এই WTC চক্রে তাদের অভিযান শুরু করেনি।

কুলদীপের ঘূর্ণিতে বাজিমাত ভারতের! লড়াকু লড়াইয়ে মন জিতল ওয়েস্ট ইন্ডিজ

দ্বিতীয় টেস্টের পারফরম্যান্সের দিকে তাকালে বোঝা যায়, ওয়েস্ট ইন্ডিজ অনেকটাই প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিল। ২০১১ সালের পর এই প্রথম ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ পঞ্চম দিনে পৌঁছাল। শেষ দিনে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৫৮ রান। সেটা আসে মাত্র ৩৫.২ ওভারে।

অভিজ্ঞ ওপেনার কেএল রাহুল তুলে নেন অপরাজিত ৫৮ রান। তাঁর সঙ্গে ৭৯ রানের জুটি গড়েন তরুণ সাই সুদর্শন (৩৯)। পরে শুভমান গিল নামলেও বেশিক্ষণ টিকতে পারেননি (১৩ রান)। দুই উইকেট নেন অফ-স্পিনার রস্টন চেজ। তবে ধ্রুব জুরেল (৬*) রাহুলের সঙ্গে জুটি বেঁধে জয় নিশ্চিত করেন।

Advertisements

এই সিরিজে ভারতের সবচেয়ে বড় প্রাপ্তি হলো গিলের অধিনায়কত্বের নিচে টিমের দৃঢ়তা ও পজিটিভ ক্রিকেট। পাশাপাশি রাহুল, সুদর্শন এবং বোলিং ইউনিটের ধারাবাহিকতা ভারতের ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক বার্তা দেয়।

আগামী মাসে ভারতের পরবর্তী চ্যালেঞ্জ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ঘরের মাঠেই প্রোটিয়া বাহিনীর বিরুদ্ধে দুই ম্যাচের গুরুত্বপূর্ণ সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। এই সিরিজ ভারতকে আরও উপরে উঠতে সাহায্য করতে পারে, যদি তারা নিজেদের পয়েন্ট শতাংশ ধরে রাখতে পারে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের যোগ্যতা অর্জনের দৌড়ে থাকতে গেলে প্রতিটি ম্যাচেই এখন থেকে গুরুত্ব দিতে হবে গিলদের। কারণ পয়েন্ট তালিকায় জায়গা নয়, পয়েন্ট শতাংশই চূড়ান্ত নির্ধারক।

India beat West Indies in WTC 2025-27 points update