Cricket Series: জুনের পরেই ভারত-আফগানিস্তান সিরিজের সম্ভাবনা

জুন মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরেই আফগানিস্তানের সাথে সিরিজ (Cricket Series) খেলার সম্ভাবনা আছে। তবে সূত্র অনুযায়ী, বিসিসিআই এই সিরিজকে বাতিল করার চেষ্টায় আছে।

India-Afghanistan Cricket Series

জুন মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরেই আফগানিস্তানের সাথে সিরিজ (Cricket Series) খেলার সম্ভাবনা আছে। তবে সূত্র অনুযায়ী, বিসিসিআই এই সিরিজকে বাতিল করার চেষ্টায় আছে। ভরা ক্যালেন্ডারে এতটুকু বিরাম তৈরীতে যদি নিতান্তই অপারক হয়, তবে একটি দ্বিতীয় দল হয়তো খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে। নেতৃত্ব দেবেন হার্দিক পান্ড্য।

বিসিসিআইয়ের মতে সিনিয়র ক্রিকেটারদের বিশ্রামের প্রয়োজন। তখন সদ্য টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলে আসা ক্রিকেটরদের তাঁরা কিছুতেই কোথাও পাঠাতে চান না। ওয়েস্ট ইন্ডিজ ট্যুরের আগে অন্তত বিরাট কোহলি বা রোহিত শর্মার মতোন সিনিয়র ক্রিকেটররা একটু বিশ্রাম পাক- এমনটাই চান বিসিসিআই কর্মকর্তারা।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

টি-টোয়েন্টি এমনিতেও খেলবে কিনা ঠিক না থাকলেও টেস্ট এবং একদিনের আন্তর্জাতিক ক্রিকেট নিয়মিত খেলবেন রোহিত শর্মা ও বিরাট কোহলি।
জুন মাসের ২০ থেকে ৩০ তারিখ অবধি হওয়ার প্রস্তাবিত আফগানিস্তান সিরিজকে ছোট করে আনার চেষ্টা করছে বিসিসিআই। তাঁরা চাইছে যেন সিরিজটা হয় টি-টোয়েন্টি বা একদিনের আন্তর্জাতিক ম্যাচের আদলে হয়।

আইপিএলে শেষ হতে না হতেই একটা ভরা কর্মসূচি অপেক্ষা করছে ভারতীয় পুরুষ দলের কাছে। ৭ই জুন থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, তার জন্য অনেক খেলোয়াড় এবং অনেক কোচিং স্টাফও উড়ে গেছেন ইংল্যান্ডে।

এর পরেই রয়েছে ক্যারিবিয়ান ট্যুর। জুনের ১২ থেকে আগস্টের ১৩ তারিখ পর্যন্ত খেলা হবে তিনটি পঞ্চাশ ওভারের ম্যাচ এবং পাঁচটি কুড়ি ওভারের ম্যাচ। এরপরেই দৌড়াতে হবে আয়ারল্যান্ডে। অবশ্য, সেখানে হয়তো আইপিএলের ছেলেদের দেখা যেতে পারে। কারণ সামনেই এশিয়া কাপ। হার্দিকেরও বিশ্রাম দরকার।

এরপরে সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি পঞ্চাশ ওভার ম্যাচের সিরিজ আছে। আইসিসি একদিনের আন্তর্জাতিক বিশ্বকাপের আগে ওই সিরিজেই হবে শেষ প্রস্তুতি ম্যাচ।