২০২৫ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup) ২০ দলের তালিকা অবশেষে সম্পূর্ণ হল। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ওমানে অনুষ্ঠিত এশিয়া/ইস্ট এশিয়া-প্যাসিফিক কোয়ালিফায়ার পর্বে জাপানকে হারিয়ে শেষ দল হিসেবে মূলপর্বে জায়গা করে নিল সংযুক্ত আরব আমিরশাহি (UAE)। এর ফলে আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে ভারতে এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সব দলের নাম চূড়ান্ত হয়ে গেল।
এবারের বিশ্বকাপের আয়োজক দেশ ভারত হলেও, রাজনৈতিক টানাপোড়েনের কারণে পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। আয়োজক দুই দেশ ভারত ও শ্রীলঙ্কা সরাসরি মূলপর্বে খেলার যোগ্যতা পেয়ে গিয়েছিল আগেই। একইভাবে, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup) সুপার টুয়েলভের শীর্ষ সাত দল সরাসরি ২০২৫ সালের টুর্নামেন্টে জায়গা করে নেয়। সেই দলগুলি হল: অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা।
আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের উপর ভিত্তি করে মূলপর্বে জায়গা পেয়েছে আরও তিনটি দল পাকিস্তান, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড। অর্থাৎ, এই ১২ দল কোনও বাছাইপর্ব না খেলেই জায়গা করে নিয়েছে এবারের বিশ্বকাপে।
শিল্ড ফাইনালের আগে IFA বিরাট উদ্যোগে উচ্ছ্বসিত ভক্তরা
বাকি ৮টি জায়গার জন্য ছিল কড়া লড়াই। চারটি অঞ্চলের কোয়ালিফায়ার রাউন্ড থেকেই উঠে এসেছে বাকিরা। আমেরিকার গ্রুপ থেকে বিশ্বকাপের টিকিট পেয়েছে কানাডা। ইউরোপের গ্রুপ থেকে জায়গা করে নিয়েছে নেদারল্যান্ডস ও ইতালি। আফ্রিকা অঞ্চল থেকে বিশ্বকাপে খেলবে নামিবিয়া ও জিম্বাবোয়ে। এশিয়া ও ইস্ট এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে মূলপর্বে উঠেছে নেপাল, ওমান এবং সর্বশেষ সংযুক্ত আরব আমিরশাহি।
ওমানে অনুষ্ঠিত কোয়ালিফায়ার রাউন্ডে উত্তেজনার পারদ চড়েছিল। বুধবারই নেপাল ও ওমান বিশ্বকাপে জায়গা করে নেয়। ফলে শেষ টিকিটের জন্য বৃহস্পতিবার ছিল জাপান ও সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। গুরুত্বপূর্ণ এই ম্যাচে অভিজ্ঞতায় এগিয়ে থেকে জয় ছিনিয়ে নেয় আমিরশাহি। এর ফলে বিদায় নিতে হল জাপানকে, আর তাদের সঙ্গে বিদায় নিল সম্ভাবনায় থাকা কাতার ও সামোয়া।
২০২৫ সালের বিশ্বকাপ শুরু হবে ৬ ফেব্রুয়ারি, ফাইনাল হবে ৭ মার্চ। যদিও এখনও অফিসিয়াল সূচি প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, ভারতের বেশ কিছু শহরে হবে সুপার টুয়েলভ ও নকআউট রাউন্ডের খেলা, আর পাকিস্তানের ম্যাচগুলি হবে কলম্বো, ক্যান্ডি বা গলে।
এবারের বিশ্বকাপ বিশেষ কয়েকটি কারণে ঐতিহাসিক হতে চলেছে। প্রথমবারের মতো ২০টি দল অংশ নিচ্ছে টুর্নামেন্টে, যা আইসিসির ক্রিকেট বিশ্বে বৈচিত্র্য ও বিশ্বজনীনতা বৃদ্ধির এক বড় পদক্ষেপ। সেই সঙ্গে, একাধিক নতুন ও উদীয়মান দেশ যেমন ইতালি, আমেরিকা, নেপাল ও সংযুক্ত আরব আমিরশাহির অংশগ্রহণ ক্রিকেটকে বিশ্ব মানচিত্রে আরও বিস্তৃত করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
Nepal and Oman have become the latest entrants to qualify for the ICC Men’s T20 World Cup 2026 as the 18th and 19th teams.
Just one spot remains as the T20 World Cup Asia & EAP Qualifier heats up.
(Nepal, Oman, T20 World Cup 2026, CricTracker, Cricket, india, Sri Lanka) pic.twitter.com/yw9TizrN3i
— CricTracker (@Cricketracker) October 15, 2025
ICC T20 World Cup in India & Sri Lanka 20 teams confirmed