২২ গজের মহারণে ফের পাক বধের পর ‘করমর্দনে’ না ভারতের

hong-kong-sixes-2025-india-vs-pakistan-match-report

হংকং সিক্সেসে ২০২৫ ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারত দারুণ লড়াই করে পাকিস্তানকে মাত্র দুই রানের ব্যবধানে হারিয়েছে। শুক্রবার খেলা শুরু হয় ভারতীয় দলের ব্যাটিং দিয়ে। মাত্র ৬ ওভারে ভারত সংগ্রহ করে ৪ উইকেটে ৮৬ রান। দলের হয়ে রবীন উথাপ্পা মাত্র ১১ বলেই ২৮ রান করেন। এক্ষেত্রে ম্যাচের প্রথম ধাপকে শক্তিশালী করে। দীনেশ কার্তিকও শেষ মুহূর্তে অবিশ্বাস্য পারফরম্যান্স দেখান। ৬ বল খেলে ১৭ রান করে দলকে প্রতিযোগিতামূলক স্কোরে পৌঁছে দেন। স্টুয়ার্ট বিনির স্পেলও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে; মাত্র ৭ রান খরচ করে ১ উইকেট নেন।

Advertisements

পাকিস্তানের ইনিংস বৃষ্টি বাধার কারণে ৩ ওভারে সীমিত হয়ে যায়। তাদের লক্ষ্য দাঁড়ায় ৪৪ রান, কিন্তু আব্বাস আফ্রিদির নেতৃত্বাধীন দল ১ উইকেটে ৪১ রানই করতে পারে। ডিএলএস নিয়ম অনুযায়ী পাকিস্তান দুই রানে পিছিয়ে যায় এবং ম্যাচ ভারতের নামে ঘোষণা করা হয়।

   

এই প্রতিযোগিতায় ভারতের দলে খেলছেন অবসরপ্রাপ্ত ক্রিকেটাররা, যেমন দীনেশ কার্তিক, রবীন উথাপ্পা, স্টুয়ার্ট বিনি। অন্যদিকে পাকিস্তান তরুণ ক্রিকেটারদের সুযোগ দিয়েছে। যেমন আব্বাস, খাওয়াজা নাফাই, আব্দুল সামাদ। হংকং সিক্সেস তাদের এমার্জিং এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবেই পাকিস্তান তরুণদের পাঠিয়েছে।

কিছু সংবাদ সূত্রে জানা গিয়েছে, ম্যাচ শেষে ভারত-পাকিস্তান খেলোয়াড়দের মধ্যে ‘করমর্দন’ হয়নি। এটি সাম্প্রতিক কয়েকটি ভারত-পাকিস্তান ম্যাচের মতোই নীতি হিসেবে দেখা যাচ্ছে। এক ক্রিকেটার জাতীয়স্তরের সংবাদ মাধ্যমকে জানিয়েছে, “হ্যান্ডশেকের কোনো সম্ভাবনা ছিল না। আমরা যা নিয়মে এসেছে তা অনুসরণ করব।”

Advertisements

এদিকে টুর্নামেন্টের অন্যান্য খেলায়ও উত্তেজনা বজায় থাকে।

পুল বি: অস্ট্রেলিয়া ইউএইকে ১০ উইকেটে হারায়। জ্যাক উড ১১ বলেই ৫৫ রান করেন।

পুল এ: আফগানিস্তান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৯ রানের বড় জয় অর্জন করে। গুলবাদিন নাইব মাত্র ১২ বলেই ৫০ রান করেন।

পুল ডি: বাংলাদেশ শ্রীলঙ্কাকে ১৪ রানে হারায়। মোসাদ্দেক হোসেন ৩/২০ নিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন।