অস্ট্রেলিয়াকে হারিয়ে মধ্যরাতে ভারতীয় মহিলাদের পাশে গম্ভীর-বুমরাহরা

gautam-gambhir-support-indian-cricket-team-for-icc-womens-world-cup-final

হোবার্ট থেকে মধ্যরাতে বিশ্বকাপ ফাইনালে (ICC Womens Wolrd Cup) ভারতের মহিলাদের পাশে দাঁড়ালেন পুরুষ দলের কোচ ও ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় পুরুষ দল ব্যস্ত থাকলেও মন পড়ে রয়েছে দেশের মেয়েদের খেলার দিকে।

Advertisements
জনমত সমীক্ষায় মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে তেজস্বী, ক্ষমতা হারাচ্ছে BJP জোট?

ভারতের মহিলা দল হোবার্টে তৃতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতা ফেরানোর পর, দেশের ক্রিকেট ভক্তদের মধ্যে উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ দেখা গেছে। সেই সঙ্গে পুরুষ দলের কোচ হেড কোচ গৌতম গম্ভীর, ফিল্ডিং কোচ টি দিলীপ, ক্রিকেটার রিঙ্কু সিং ও জসপ্রীত বুমরাহ সহ সাপোর্ট স্টাফরা একটি ট্যাবের মাধ্যমে মহিলা ক্রিকেটারদের বিশ্বকাপ ফাইনাল দেখছেন।

   
বিজেপিতে ঘর ওয়াপসি? তৃণমূল বিধায়কের দেশপ্রেমের বার্তা ঘিরে জল্পনা

বিসিসিআই সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের একটি ছবি পোস্ট করেছে এবং ক্যাপশনে লেখা হয়েছে, “উইমেন ইন ব্লুকে সমর্থন”। অস্ট্রেলিয়ার সময়ানুসারে তখন মধ্যরাত হলেও ভারতীয় দলের এই উদ্যোগ মহিলা দলের প্রতি দেশবাসীর অনুপ্রেরণার প্রতীক হিসেবে ধরা হয়েছে।

Advertisements

ভারতের মহিলা দল এখনও পর্যন্ত বিশ্বকাপ জিততে পারেনি। তবে ২০২৩ সালের মুম্বইয়ে পুরুষ দলের বিশ্বকাপ ফাইনালে স্বপ্নভঙ্গ হলেও, এবার মহিলাদের পারফরম্যান্সে দেশবাসীর আশা বেড়েছে। ২০২৭ সালে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ, যেখানে ভারতের ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন শুভমন গিল।

অন্যদিকে, অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজেও ভারতীয় দলের প্রত্যাবর্তন নজর কেড়েছে। অস্ট্রেলিয়ার দেয়া ১৮৭ রানের লক্ষ্য ৫ উইকেটে তাড়া করে ভারত পাঁচ ম্যাচের সিরিজে সমতা ফিরিয়েছে। সূর্যকুমার যেভাবে দলের নেতৃত্ব দিয়েছেন, তা ভবিষ্যতের বড় টুর্নামেন্টের জন্য দারুণ আশার বীজ বোনা হলো।