৬০ টাকায় ইডেনে বসে দেখুন গিল-সিরাজদের ম্যাচ! কোথায় পাবেন টিকিট?

India vs South Africa Test at Eden Gardens, Kolkata! Tickets start at just ₹60. Online booking from Oct 20 via District by Zomato app. Focus Keyphrase: ইডেন টেস্ট ম্যাচ টিকিট ২০২৫

দীপাবলিতেই কলকাতার ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ এক সুখবর। বহু প্রতীক্ষার পর আবারও ইডেন গার্ডেন্সে টেস্ট ম্যাচ, আর সেই টিকিট এবার মিলবে মাত্র ৬০ টাকা থেকে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB) ঘোষণা অনুযায়ী, ভারত-দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) টেস্ট ম্যাচের টিকিট বিক্রি শুরু হচ্ছে ২০ অক্টোবর, সোমবার দুপুর ১২টা থেকে।

Advertisements

টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৪ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত, ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে। ম্যাচটি টেস্ট সিরিজের প্রথম ম্যাচ, যেখানে শুভমনের নেতৃত্বের ভারতীয় দল মুখোমুখি হবে বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার। দীপাবলির আগের দিনই সিএবির ঘোষণায়, তাতে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে।

এবারের টিকিট সংগ্রহ করা যাবে District by Zomato অ্যাপের মাধ্যমে। অনলাইনে দুপুর ১২টা থেকেই শুরু হবে টিকিট বুকিং। সিএবির তরফে জানানো হয়েছে, পাঁচ দিনের জন্য সিজন টিকিটের দাম শুরু হচ্ছে ৩০০ টাকা থেকে এবং সর্বোচ্চ ১২৫০ টাকা পর্যন্ত। টিকিটের ক্যাটাগরি অনুযায়ী মূল্য নির্ধারিত হয়েছে ৩০০, ৭৫০, ১০০০ ও ১২৫০ টাকা।

তবে যাঁরা পুরো ম্যাচ না দেখে একদিনের জন্য ইডেনে ঢুকতে চান, তাঁদের জন্য বিশেষ সুযোগ থাকছে। একদিনের টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে মাত্র ৬০ টাকা। এতে আরও বেশি সংখ্যক দর্শকের ইডেনে আসা সম্ভব হবে বলে মনে করছে CAB।

Advertisements

প্রসঙ্গত, এর আগে দিল্লিতে হওয়ার কথা ছিল এই টেস্ট ম্যাচটি। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে ইডেন গার্ডেন্সে নিয়ে আসা হয়েছে এই হাইভোল্টেজ ম্যাচ। দীর্ঘদিন পর ইডেনে টেস্ট ম্যাচ, তাও আবার প্রোটিয়াদের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে – স্বাভাবিকভাবেই উত্তেজনা তুঙ্গে। শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, জসপ্রিত বুমরাহদের মতো তারকা ক্রিকেটারদের দেখতে ইডেনে উপচে পড়া ভিড় হবে, তা বলাই বাহুল্য।

এদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের অবস্থানও চ্যালেঞ্জের মুখে। পাকিস্তান সদ্য দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে পয়েন্ট টেবিলে ভারতকে পেছনে ফেলেছে। ভারত নেমে এসেছে চতুর্থ স্থানে, দক্ষিণ আফ্রিকা রয়েছে সপ্তমে। এই অবস্থায় ভারতীয় দলের সামনে ঘরের মাঠে জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দর্শকদের সুবিধার্থে অনলাইনে টিকিট বিক্রির পাশাপাশি কিছু অফলাইন কাউন্টারও চালু করার কথা ভাবছে CAB, যদিও এখনও সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। তবে অনলাইনে বুকিং করাই হবে প্রাথমিক মাধ্যম। সব মিলিয়ে, এই দীপাবলিতে কলকাতার ক্রিকেটপ্রেমীদের জন্য রইল এক অসাধারণ উপহার। টেস্ট ক্রিকেটের ঐতিহ্য, উত্তেজনা ও রোমাঞ্চ ইডেনে ফিরে আসছে, আর তা শুরু হচ্ছে মাত্র ৬০ টাকার টিকিটে।