দীপাবলি (Diwali 2025) মানেই আলোর রোশনাই, আতসবাজির ঝলক আর উৎসবের আমেজে মাতোয়ারা চারপাশ। আর সেই আনন্দে নতুন মাত্রা যোগ করেছে উত্তরপ্রদেশের আলিগড়ের বাজির বাজার। দীপাবলি ও কালীপুজো উপলক্ষ্যে সেখানে রীতিমতো হইচই ফেলে দিয়েছে দুই বিশেষ বাজি। একদিকে দেশপ্রেমে মাখা ‘অপারেশন সিঁদুর’, আর অন্যদিকে ক্রিকেট মাঠের তারকা রিঙ্কু সিংয়ের নামে আতসবাজি।
আলিগড়ের নাম উঠে এসেছে বিশেষত এই দুই ধরণের বাজির ব্যতিক্রমী পরিচিতির কারণে। স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের মতে, এই দুই বাজিই এবার বাজার কাঁপাচ্ছে। অগণিত শট, রঙিন আলো আর নামের মধ্যেও রয়েছে একধরনের গর্বের অনুভূতি। কারণ, একদিকে যেমন রয়েছে দেশের জওয়ানদের দুঃসাহসিক মিশনের স্মৃতি, অন্যদিকে তেমনই রয়েছে ভারতীয় ক্রিকেটের উঠতি তারকার উত্থানের গল্প।
সুপার কাপের আগেই ধাক্কা ইস্টবেঙ্গলের! পদত্যাগ গোলকিপার কোচের
চলতি বছরের শুরুর দিকে জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার জবাবে ভারত পাল্টা বার্তা দিয়েছিল, সেটিই ছিল অপারেশন সিঁদুর। সেই অপারেশনের নামকে ঘিরেই তৈরি হয়েছে এই আতসবাজি। স্থানীয় বিক্রেতাদের কথায়, এটি একসঙ্গে ২৪০টি শট ছাড়ে এবং আকাশে উঁচুতে উঠে লাল, সবুজ, নীল, হলুদ রঙের ঝলক ছড়ায়। শুধু আলোর বাহার নয়, বাজির নামেই যেন লুকিয়ে রয়েছে দেশের গৌরব।
আরেক দিকে, আলিগড়বাসীর প্রিয় সন্তান রিঙ্কু সিং। কলকাতা নাইট রাইডার্সের হয়ে এক ওভারে ৫ ছক্কা হাঁকানো এই ক্রিকেটার যেন রীতিমতো মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। সেই জনপ্রিয়তাকেই পুঁজি করে বাজারে এসেছে ‘রিঙ্কু সিং’ বাজি। এই বাজিও অনেক উঁচুতে উঠে বিস্ফোরিত হয়, রিঙ্কুর ব্যাট থেকে ছুটে বেরোনো ছক্কার মতোই।
তাই, দীপাবলি ২০২৫ আতসবাজির বাজারে এবার রীতিমতো নতুন ট্রেন্ড। সেখানে দেশপ্রেম বনাম ক্রিকেট তারকা। দুইয়ের জোড়াতেই মাতোয়ারা আলিগড়বাসী। প্রশ্ন একটাই, এবারের বাজির লড়াইয়ে কারা জিতবে ‘অপারেশন সিঁদুর’ নাকি ‘রিঙ্কু সিং’?


