Virender Sehwag: দাসুন শানাকা দলে কেন? ক্ষোভ প্রকাশ সহবাগের

মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কোরয়ালিফায়ার ২ খেলতে নামবে হার্দিক পান্ড্যের গুজরাট টাইটানস। তার আগেই গুজরাটের এক সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ উগরে দিলেন ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সহবাগ (Virender Sehwag)।

Dasun Shanaka Virender Sehwag

মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কোরয়ালিফায়ার ২ খেলতে নামবে হার্দিক পান্ড্যের গুজরাট টাইটানস। তার আগেই গুজরাটের এক সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ উগরে দিলেন ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সহবাগ (Virender Sehwag)।

একটি সাক্ষাৎকারে সহবাগ জানান যে চোট পাওয়া কেন উইলিয়ামসনের পরিবর্তে দাসুন শানাকাকে আনার কোনো যুক্তি নেই। তিনি বলেন, “আমি বোলিং নিয়ে খুব বেশি চিন্তিত নই। কিন্তু আমি দাসুন শানাকাকে নিয়ে চিন্তিত। জিটি তাঁর জায়গা ওডিন স্মিথ এবং আলজারি জোসেফ খেলাতে পারে। শানাকা অত্যন্ত হতাশাজনক খেলেছে। আমরা তাঁর কাছ থেকে অনেক আশা করেছিলাম। সে সেই প্রত্যাশার ১ শতাংশও রাখতে পারেনি। জিটি-র উচিত শানাকার পরিবর্তে মনহরকে খেলানো, কারণ সে বড়ো শট মারতে পারে।”

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

তিন ম্যাচ খেলে শানাকা মাত্র ২৬ রান করেছেন, যার মধ্যে ১৭ রান হল সবচেয়ে বেশি। তবে দশটি দলের মধ্যে গুজরাট টাইটানস লিগ গেমে ১৪টির মধ্যে ১০টি সবার প্রথম প্লে অফে পৌঁছায়।

কোয়ালিফায়ার ১ হারার পরে হার্দিক বলেন, “আমার মনে হয় আমরা ঠিকঠাকই খেলেছি, তবে কিছু ভুল ত্রুটিও করেছি, যার জন্য ম্যাচটা হেরে গেছি। যা বোলার ছিল আমাদের, আমার মনে হয় ১৫ রান মতো বেশি দিয়ে ফেলেছি বিপক্ষকে। কিছু খারাপ বলও দিয়েছি মাঝে। পরিকল্পনা অনুযায়ীই খেলছিলাম আমরা, তবে মাঝে কিছু রান দিয়ে ফেলি। আমার মনে হয় না এই নিয়ে খুব বেশি ভাফার কিছু আছে। দু’দিন পর আর একটা ম্যাচ খেলে আমাদের ফাইনালে যেতে হবে। তাই আপাতত, যেগুলো ভালো করেছি, সেই নিয়ে ভাবাই ভালো।”