আইপিএলের দোরগোড়ায় (IPL 2026) দাঁড়িয়ে ফের জমে উঠেছে দলবদলের বাজার। সবচেয়ে বড় চমক আন্দ্রে রাসেল আর নেই কলকাতা নাইট রাইডার্সে। সোনালি-বেগুনি জার্সির সঙ্গে এগারো বছরের সম্পর্ক শেষ। আর ঠিক সেই সময়েই আইপিএল মহলে ঘুরছে বড়সড় গুঞ্জন, রাসেলকে চাইছে চেন্নাই সুপার কিংস। সত্যিই কি এবার দেখা যাবে ক্রিকেটপ্রেমীদের বহু প্রতীক্ষিত ‘ধোনি–রাসেল’ জুটি?
নিলামে কাদের চাইছে শাহরুখের ফ্র্যাঞ্চাইজি? সামনে এল রিপোর্ট কার্ড!
কলকাতার হয়ে ১৩৩ ম্যাচে ২,৫৯৩ রান ও ১৭৫ কাছাকাছি স্ট্রাইক রেট। ফিনিশার হিসেবে রাসেলের সুনাম সর্বজনবিদিত। সবচেয়ে স্মরণীয় ২০১৯ সালের মরশুম, যেখানে একাই ম্যাচ ঘুরিয়ে দিয়েছিলেন বহুবার। গত মরশুমে একেবারে তলানিতে থাকা সিএসকে এবার সম্পূর্ণ নতুন করে দল গড়ছে। জাদেজা, কনওয়ে, রাচীন, পাথিরানা একাধিক তারকাকে ছেড়ে দেওয়ায় দলে ফিনিশারের জায়গা বড়সড় ফাঁকা। আর সেখানেই রাসেলের নাম উঠে এসেছে আলোচনার কেন্দ্রে।
সিএসকের দীর্ঘ ইতিহাসে ফিনিশারদের ভূমিকা গুরুত্বপূর্ণ। ধোনি, ব্রাভো এদের পর এবার কি সেই স্থান নেবেন রাসেল? ইয়েলো আর্মির ভক্তরা ইতিমধ্যেই উত্তেজনায় ফেটে পড়ছেন।
অন্যদিকে কেকেআরের চোখ সিএসকের পেসার পাথিরানার দিকে
চেন্নাই রাসেলকে নিতে চাইলে কেকেআরও যে বসে নেই, তা বোঝা গেল অন্য জল্পনা থেকে। শ্রীলঙ্কার তরুণ আগুনে পেসার মাথিশা পাথিরানা—যাঁর ডেথ ওভারের বোলিংয়ে বিরাট লড়াকু ক্ষমতা, সূত্রের খবর তাঁকে নাকি দলে চায় কেকেআর। ৩২ ম্যাচে ৪৭ উইকেট, ইকোনমি ৮.৬৮, অভিজ্ঞতার তুলনায় পরিসংখ্যান বেশ শক্তিশালী।
গত মরশুমে ডেথ ওভারে নির্ভরযোগ্য বোলারের অভাবে ভুগেছিল নাইট রাইডার্স। স্টার্কের দলে থাকা সত্ত্বেও ধারাবাহিকতা ছিল না। স্পেনসার জনসনের ব্যর্থতার পর কেকেআরের পেস আক্রমণে বড় শূন্যস্থান তৈরি হয়। সেই জায়গায় পাথিরানা ঠিকঠাক ফিট হতে পারেন বলেই মনে করা হচ্ছে।
একদিকে ধোনির নজর রাসেলকে নিয়ে, অন্যদিকে নাইটদের টার্গেট সিএসকের অন্যতম সেরা ডেথ বোলার। আইপিএল মেগা নিলামের আগে দুই ফ্র্যাঞ্চাইজির এই সক্রিয়তা লিগে নতুন উত্তেজনা এনে দিয়েছে।
রাসেল কি সত্যিই কেপ পরা হলুদ সেনার হয়ে মাঠে নামবেন? আর নাইটদের পেস আক্রমণে কি দেখা যাবে নতুন লঙ্কান অস্ত্র?


