বিশ্বকাপ ফাইনালের দিনই শোকের ছায়া, সড়ক দুর্ঘটনায় প্রয়াত ভারতীয় ক্রিকেটার

cricket-news-rajesh-banik-death-road-accident-tripura

ভারতীয় ক্রিকেট জগতে (Cricket News) আজ যেন আনন্দ ও শোক, দুটি চরম অনুভূতি একসঙ্গে মিশে গেল। একদিকে মুম্বইয়ে ইতিহাস গড়ার লড়াইয়ে নামছে ভারতীয় মহিলা দল. অন্যদিকে ত্রিপুরা থেকে এল এক হৃদয়বিদারক খবর। প্রাক্তন ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার রাজেশ বণিক (Rajesh Banik) সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তাঁর বয়স হয়েছিল মাত্র ৪০ বছর।

Advertisements

সূত্র অনুযায়ী, পশ্চিম ত্রিপুরার আনন্দনগরে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় রাজেশকে দ্রুত আগরতলার জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ত্রিপুরা তথা ভারতীয় ক্রিকেট মহলে।

   
১৯৮৩ স্মৃতি উসকে ঘরের মাঠে বিশ্বজয়ের স্বপ্নে হরমনপ্রীত-মান্ধানারা!

ত্রিপুরা ক্রিকেট সংস্থার সচিব সুব্রত দে সংবাদমাধ্যমে জানান, “এটা অত্যন্ত দুঃখজনক। আমরা শুধু একজন প্রাক্তন ক্রিকেটারই নয়, একজন প্রতিভাবান নির্বাচককেও হারালাম। রাজেশ ছিলেন আমাদের অন্যতম সেরা অলরাউন্ডার। তরুণ প্রতিভা চিহ্নিত করার ক্ষেত্রে তাঁর দারুণ দক্ষতা ছিল, তাই তাঁকে অনূর্ধ্ব-১৬ নির্বাচক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।”

রাজেশ বণিক ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছিলেন। তিনি ইরফান পাঠান, অম্বাতি রায়ডুর মতো তারকাদের সতীর্থ ছিলেন। ঘরোয়া ক্রিকেটে ত্রিপুরার হয়ে দীর্ঘ সময় প্রতিনিধিত্ব করেছেন তিনি।

Advertisements

তাঁর ক্রিকেট পরিসংখ্যান বলছে, প্রথম শ্রেণির ক্রিকেটে ৪২ ম্যাচে ১৪৬৯ রান এবং ২টি উইকেট নিয়েছিলেন রাজেশ। লিস্ট ‘এ’ ফরম্যাটে ২৪ ম্যাচে তাঁর রানসংখ্যা ৩৭৮, সঙ্গে ৮টি উইকেট। এছাড়া ১৮টি টি-২০ ম্যাচে করেছেন ২০৩ রান। রাজেশের শেষ রঞ্জি ট্রফি ম্যাচটি হয়েছিল ২০১৮ সালে, ওড়িশার বিরুদ্ধে।

কামব্যাকের লড়াইয়ে ভারতীয় দলে সুযোগ এই তারকার! ছিটকে গেলেন অজি পেসার

রাজেশ বণিকের অকাল প্রয়াণে শোক প্রকাশ করেছেন সাবেক সতীর্থ, কোচ এবং ত্রিপুরার ক্রিকেটপ্রেমীরা। সামাজিক মাধ্যমে অনেকেই লিখেছেন, “রাজেশ শুধু একজন ভালো ক্রিকেটারই নন, ছিলেন একজন অসাধারণ মানুষও।”

আজ যখন গোটা দেশ ভারতীয় মহিলা দলের বিশ্বকাপ জয়ের আশায় চোখ রাখছে, তখন রাজেশ বণিকের এই মর্মান্তিক মৃত্যু ভারতীয় ক্রিকেটের আকাশে এক গভীর শূন্যতা তৈরি করল।