আইপিএল ২০২৬ (IPL 2026)মিনি নিলামের এখনও কিছুটা সময় বাকি। তবে তার আগেই ক্রিকেটপ্রেমীদের (Cricket) কৌতূহলের কেন্দ্রে চলে এসেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। ২০২৪ সালের চ্যাম্পিয়ন হওয়ার পরেও ২০২৫ মরশুমে কেকেআরের পারফরম্যান্স একেবারে হতাশাজনক ছিল। আর সেই ব্যর্থতার পরেই দলের কোচিং স্টাফে বড়সড় পরিবর্তনের আভাস মিলেছে। এবার জল্পনা আরও জোরালো, চন্দ্রকান্ত পন্ডিতের স্থলাভিষিক্ত হয়ে কেকেআরের নতুন হেড কোচ হতে পারেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক ও কিংবদন্তি লেগস্পিনার অনিল কুম্বলে।
সূত্রের খবর, কেকেআর ম্যানেজমেন্ট ইতিমধ্যেই অনিল কুম্বলের সঙ্গে প্রথম দফার আলোচনা সেরে ফেলেছে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও সরকারি ঘোষণা করা হয়নি। তবুও কুম্বলের অভিজ্ঞতা এবং কোচিং কেরিয়ারের বিচারে তিনিই এই দায়িত্বে আসতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
প্রসঙ্গত, তিনি পাঞ্জাব কিংসের হেড কোচ হিসেবেও আইপিএলে কাজ করেছেন। তাঁর নেতৃত্বে একাধিক তরুণ প্রতিভা উঠে এসেছিল আইপিএলের মঞ্চে। এবার কেকেআরের মতো ঐতিহ্যশালী দলের কোচের ভূমিকায় তাঁকে দেখা গেলে, তা নিঃসন্দেহে দলের জন্য এক ইতিবাচক পদক্ষেপ হবে বলেই মনে করা হচ্ছে।
ব্রাইসনের পা থেকে গোল, তিন পয়েন্ট নিয়ে গেল আল নাসের
২০২৫ সালে চন্দ্রকান্ত পন্ডিত হেড কোচের পদ থেকে ইস্তফা দেওয়ার পর থেকেই কে হবেন তাঁর উত্তরসূরি, তা নিয়ে জল্পনা শুরু হয়। একাধিক নাম ঘোরাফেরা করলেও কুম্বলে বর্তমানে ফ্রন্টরানার হিসেবে উঠে এসেছেন। কুম্বলের কৌশলগত দূরদর্শিতা, ম্যাচ রিডিং এবং দলগঠন দক্ষতা কেকেআরের মতো বড় দলের জন্য কার্যকর হতে পারে।
উল্লেখযোগ্যভাবে, কেকেআর ২০২৪ সালে তৃতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হলেও, পরের মরশুমে তাদের পারফরম্যান্স ছিল ভীষণই অস্থির। কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছেড়ে দেওয়া এবং ইনজুরি সমস্যা দলকে ব্যাকফুটে ঠেলে দেয়। তাই নতুন মরশুমে সব দিক থেকে দলকে সাজিয়ে তুলতে চাইছে শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি।
তবে, এখনও পর্যন্ত কুম্বলেকে নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি কেকেআরের তরফে। সব জল্পনার অবসান ঘটবে কবে, সেটাই এখন দেখার। আপাতত ক্রিকেটপ্রেমীরা অপেক্ষা করছেন, শাহরুখ খানের দলের নতুন রূপ এবং কুম্বলে অধ্যায় শুরুর সম্ভাবনার সিলমোহরের।

