তোলপাড় ক্রিকেট দুনিয়া! অবসরের ইঙ্গিত তারকা ক্রিকেটারের

cricket-news-alyssa-healy-hints-retirement-after-india-loss

রুদ্ধশ্বাস ম্যাচ। মহিলাদের ক্রিকেট (Cricket) বিশ্বকাপ সেমিফাইনালে ভারতের কাছে হারের পর কার্যত বিধ্বস্ত দেখা গিয়েছিল অজি অধিনায়ক অ্যালিসা হিলিকে। সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার দলকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছেছে ভারত। হারের ধাক্কায় কাতর হিলি, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে জানান, ‘অস্বস্তি’ অনুভব করছেন।

Advertisements

সেমিফাইনালের পর অজি অধিনায়ক বলেন, “গোটা প্রতিযোগিতায় আমরা ভালো খেলেছি। সেই কারণেই পরাজিতদের সারিতে দাঁড়িয়ে থাকতে অস্বস্তি হচ্ছে। জেতার মতো রান করলেও শেষ পর্যন্ত আমরা হেরে গেলাম। বিপক্ষের উপর অনেক চাপ তৈরি করলেও তা কাজে লাগাতে পারলাম না।”

   
সব জল্পনার অবসান মন্ত্রী হলেন প্রাক্তন ভারত অধিনায়ক, বিরোধিতায় BJP

হিলি পরবর্তী বিশ্বকাপ নিয়ে সরাসরি ইঙ্গিত দেন, “আমি খেলব না। পরের ওয়ানডে সার্কেলে তো এটাই সৌন্দর্য। সেখানে নতুন কিছু হয়তো দেখতে চলেছি। তবে তার আগে আগামী বছরের মাঝামাঝি টি-টোয়েন্টি বিশ্বকাপ, যা খুবই উত্তেজনাপূর্ণ হতে চলেছে। আমার মনে হয়, আমাদের ওয়ানডে দলে হয়তো বড় কিছু পরিবর্তন হতে চলেছে।”

Advertisements

ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে হিলি ৮২ রানের মাথায় জেমাইমা রদ্রিগেজের ক্যাচ ফেলার ঘটনাকে চিহ্নিত করেন। সেই ক্যাচ ফেলার পর ভারত দলের জেমাইমা ১২৭ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে ভারতকে ফাইনালে পৌঁছে দেন। হারের ধাক্কায় হিলি মনে করেন এটি পরবর্তী পরিকল্পনার ক্ষেত্রে শিক্ষণীয় অভিজ্ঞতা হবে। “ভুল থেকে আমরা শিখব। আশা করি ভুলগুলো শুধরে ফিরে আসব।”

এই রুদ্ধশ্বাস সেমিফাইনালে ভারত ৩৩৮ রানের লক্ষ্য ৫ উইকেটে তাড়া করে জয় অর্জন করে। ফাইনালে ভারত মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে।

অস্ট্রেলিয়া মহিলাদের ৫০ ওভারের বিশ্বকাপে সাতবারের চ্যাম্পিয়ন হলেও এই হার তাদের জন্য বড় ধাক্কা। হিলি অবশ্য এই হারের প্রতিফলনকে শিক্ষা হিসেবে গ্রহণ করতে চান এবং দলের পুনর্গঠনের ইঙ্গিতও দেন।