ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের (Cricket) প্রথম ম্যাচ চলাকালীন ইডেন গার্ডেনে বসেই বেটিং চক্র চালানোর অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন আলতাফ খান, অঙ্কুশ রাজ ও পটেল পিঙ্কল কুমার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কেউই পশ্চিমবঙ্গের বাসিন্দা নন। তারা যথাক্রমে মহারাষ্ট্র, বিহার ও গুজরাতের বাসিন্দা।
নিলামে এই হেভিওয়েট চার তারকাকে টার্গেট শাহরুখের ফ্র্যাঞ্চাইজি!
পুলিশ গোপন সূত্রের খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেয় এবং স্টেডিয়ামে উপস্থিত অবস্থায় তাদের গ্রেফতার করে। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং পুলিশ খতিয়ে দেখছে, কেউ আর এই বেটিং চক্রের সঙ্গে জড়িত কি না।
ম্যাচের খেলা শুরু হওয়ার মাত্র আড়াই দিনে শেষ হয়ে যায়। ভারতীয় দল দ্বিতীয় ইনিংসে মাত্র ৯৩ রানে অল আউট হয়ে যায় এবং দক্ষিণ আফ্রিকার কাছে ৩০ রানে হেরে সিরিজের প্রথম ম্যাচে পিছিয়ে পড়ে। দ্বিতীয় দিনে ভারত ৯৩/৭ স্কোর নিয়ে খেলা শুরু করলেও তেম্বা বাভুমার দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে দক্ষিণ আফ্রিকা ১৫৩ রানে পৌঁছে। তার অপরাজিত ৫৫ রানের ইনিংস ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। টেস্টে ব্যাটিং গড় সাঁইত্রিশের কাছাকাছি হলেও অধিনায়ক হিসাবে বাভুমার রেকর্ড অবিশ্বাস্য। ইডেনেও তিনি নায়কের ভূমিকায় দেখা যায়।
নিলামে এই পাঁচ তারকাকে দল টানতে মরিয়া সব ফ্র্যাঞ্চাইজি!
১২৪ রান করে জয়ের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ভারত শুরু থেকেই উইকেট হারাতে থাকে। যশস্বী জয়সওয়াল কোনও রান না করেই ফেরেন। ফলে ভারতের দ্বিতীয় ইনিংস মাত্র ৯৩ রানে অল আউট হয়ে যায় এবং ম্যাচে ৩০ রানে হেরে বসে। সিরিজে ভারতের স্কোর এখন ০-১। গুয়াহাটিতে পরবর্তী টেস্টে জিতে সিরিজের মর্যাদা বাঁচানো সম্ভব হলেও সিরিজ জয় এখন ধরা দিচ্ছে কঠিন।
South Africa win the 1st Test by 30 runs.#TeamIndia will look to bounce back in the 2nd Test.
Scorecard ▶️https://t.co/okTBo3qxVH #INDvSA | @IDFCFIRSTBank pic.twitter.com/21LHhUG5Rz
— BCCI (@BCCI) November 16, 2025
নিলামে কোন দলে নাইটদের দুই প্রাক্তনী সহ এই পাঁচ বড় তারকা? প্রকাশ্যে রিপোর্ট
ইডেন গার্ডেনে ম্যাচের উত্তেজনা যেমন দারুণ, তেমনি মাঠে বসে বেটিংয়ের এই ঘটনা ক্রিকেটপ্রেমীদের জন্য এক নতুন উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কলকাতা পুলিশ জানিয়েছে, এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা কঠোর পদক্ষেপ অব্যাহত রাখবে।


