ট্রফি আসেনি এখনও! এবার পিসিবির সঙ্গে এসপার ওসপার বোর্ডের

bcci-pcb-talks-asia-cup-trophy-issue-devajit-saikia-statement

নয়াদিল্লি: ভারত এশিয়া কাপ জিতেছে , গর্বের সঙ্গে তোলা হয়েছে ত্রিবর্ণা, কিন্তু এশিয়া কাপের ট্রফিটাই এখনও পৌঁছায়নি দেশে! আগস্ট মাসে দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপে ভারতীয় ক্রিকেট দলের জয় সারা দেশকে উচ্ছ্বাসে ভাসিয়েছিল। কিন্তু বিসিসিআই এর তরফে জানানো হয়েছে, এখনো সেই এশিয়া কাপ ট্রফি ভারতে এসে পৌঁছায়নি।

Advertisements

এই অদ্ভুত পরিস্থিতি নিয়ে প্রথম মুখ খুললেন বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া। তিনি জানান, “আমাদের গোটা দেশই অপেক্ষা করছে সেই ট্রফির জন্য, যেটা ভারত জিতেছিল দুবাইয়ে। কিন্তু এখনো পর্যন্ত ট্রফিটি এসে পৌঁছায়নি। শুধু ক্রিকেটপ্রেমীরাই নয়, বিসিসিআইও সমানভাবে অধীর আগ্রহে অপেক্ষা করছে।”

   

Oppo Find X9 সিরিজ নভেম্বরেই ভারতে আসছে, থাকবে 200MP ক্যামেরা

দেবজিত সাইকিয়ার বক্তব্য অনুযায়ী, এই বিষয়টি একাধিক আলোচনাতেও উঠে এসেছে। তিনি বলেন, “আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক দুই ধরনের বৈঠকেই আমি উপস্থিত ছিলাম। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) চেয়ারম্যান নাকভিও ছিলেন সেই বৈঠকে।

তবে আনুষ্ঠানিক বৈঠকের এজেন্ডায় ট্রফি ইস্যুটি ছিল না। পরে আইসিসি (ICC)-এর এক সিনিয়র আধিকারিকের উপস্থিতিতে আমাদের মধ্যে আলাদা করে বৈঠকের আয়োজন করা হয়। সেটাই ছিল আলোচনার সূচনা।”

Advertisements

তিনি আরও জানান, আলোচনাটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। “উভয় পক্ষই ইতিবাচক মনোভাব নিয়ে অংশগ্রহণ করেছে। আমি নিশ্চিত, খুব শীঘ্রই এই সমস্যার সমাধান বেরিয়ে আসবে,” বলেন সাইকিয়া। ক্রিকেটমহলে এখন গুঞ্জন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাতে এখনও রয়েছে ট্রফিটি।

কারণ টুর্নামেন্টের হোস্ট ছিল পাকিস্তান, যদিও নিরাপত্তা ও ভিসা সমস্যার কারণে অধিকাংশ ম্যাচই সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছিল। ফাইনালে ভারত শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়, কিন্তু এরপর থেকেই ট্রফি নিয়ে শুরু হয়েছে এই অস্বস্তিকর জট।

একজন প্রাক্তন বোর্ড সদস্যের কথায়, “এমন ঘটনা বিরল। সাধারণত ম্যাচ শেষ হওয়ার পর ট্রফি বিজয়ী দেশের বোর্ডের হাতে চলে যায়। এখানে হয়তো হোস্ট বোর্ড ও আইসিসির মধ্যে কোনও প্রশাসনিক জটিলতা রয়েছে।” আইসিসি সূত্রে জানা গেছে, এশিয়া কাপ ট্রফি নিয়ে কূটনৈতিক আলোচনার পথে এগোচ্ছে দু’দেশের ক্রিকেট বোর্ড। ক্রিকেট শুধুই খেলা নয়, দুই দেশের সম্পর্কের প্রতীকও বটে—তাই ট্রফি ইস্যুটি শুধুমাত্র কাগুজে নয়, আবেগেরও প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

দেবজিত সাইকিয়া বলেন, “ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকেট সম্পর্ক দীর্ঘদিন ধরেই নানা বাধার সম্মুখীন। কিন্তু খেলাধুলা সবসময়ই বিভাজন নয়, বন্ধনের বার্তা বহন করে। আমি আশাবাদী, এই ইস্যুও দ্রুত মিটে যাবে।” বর্তমানে বিসিসিআই আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডার নিয়ে ব্যস্ত, তবু ট্রফি ইস্যুতে নজর রাখছে। ভারতীয় ক্রিকেটপ্রেমীরাও সামাজিক মাধ্যমে প্রশ্ন তুলছেন, “ট্রফি কোথায়?” কেউ কেউ মজা করে লিখেছেন, “ট্রফিটা হয়তো দুবাইয়ের ভল্টেই ঘুমোচ্ছে!”