নয়াদিল্লি, ১৯ অক্টোবর ২০২৫: পাকিস্তানের সীমান্তপারের বিমান হামলায় আফগানিস্তানের পাকতিকা প্রদেশে তিন তরুণ ক্রিকেটারের মৃত্যু ঘিরে নেমে এসেছে শোকের ছায়া। নিহত ক্রিকেটাররা হলেন—কবীর আগা, সিবঘাতুল্লাহ এবং হারুন। শনিবার এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি জারি করেছে ভারতের ক্রিকেট বোর্ড BCCI।
BCCI-র বিবৃতি
বোর্ড সচিব দেবজিত শইকিয়া এক বিবৃতিতে জানান,
“এই কাপুরুষোচিত হামলায় প্রতিশ্রুতিশীল তিন ক্রিকেটারের মৃত্যু আমাদের গভীরভাবে মর্মাহত করেছে। আফগান ক্রিকেট বোর্ড (ACB), ক্রিকেট পরিবার এবং নিহতদের পরিবারকে আমরা সমবেদনা জানাই। এই অযৌক্তিক ও ভয়ঙ্কর আক্রমণ শুধু ক্রীড়া নয়, মানবতার ওপরও আঘাত।”
তিনি আরও বলেন, “নিরীহ প্রাণ, বিশেষ করে প্রতিভাবান ক্রীড়াবিদদের মৃত্যু শুধু দুঃখজনক নয়, বরং গভীর উদ্বেগজনক।”
আফগানিস্তানের প্রতিক্রিয়া: সিরিজ থেকে নাম প্রত্যাহার
এই ঘটনার পর আফগানিস্তান ক্রিকেট বোর্ড (ACB) পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে আগামী মাসে নির্ধারিত ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের দল প্রত্যাহার করে নিয়েছে। সিরিজটি লাহোর ও রাওয়ালপিন্ডিতে ৫ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত হওয়ার কথা ছিল।
ACB এক বিবৃতিতে জানিয়েছে,
“উরগুন জেলার পাকতিকা প্রদেশে পাকিস্তানি বাহিনীর কাপুরুষোচিত আক্রমণে আমাদের সাহসী ক্রিকেটাররা শহীদ হয়েছেন। এটি আফগান ক্রীড়াজগত ও ক্রিকেট পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি।”
কূটনৈতিক প্রেক্ষাপট
এই ঘটনা শুধু ক্রীড়া নয়, দুই দেশের সম্পর্ককেও গভীরভাবে প্রভাবিত করেছে। ভারত দীর্ঘদিন ধরেই পাকিস্তানকে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। সেই সূত্রেই BCCI-ও পাকিস্তানের সঙ্গে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলে না। কেবলমাত্র বহু-পাক্ষিক টুর্নামেন্টেই মুখোমুখি হয় দুই দল।
ক্রিকেট জগতের শোক
আফগানিস্তানের ক্রিকেট বিশ্বে এই হামলার খবর পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে। আন্তর্জাতিক ক্রিকেট মহলও শোক প্রকাশ করেছে। খেলোয়াড়রা বলছেন, মাঠে ব্যাট-বল নিয়ে লড়াই করা তরুণ প্রতিভারা এভাবে সন্ত্রাসী হামলার শিকার হবেন, তা মেনে নেওয়া যায় না।
রাজনৈতিক বার্তা
ভারতীয় বোর্ডের এই বিবৃতি শুধু ক্রীড়া দৃষ্টিকোণ থেকেই নয়, বরং রাজনৈতিক অবস্থানেরও প্রতিফলন। কেন্দ্র সরকার যেভাবে পাকিস্তানকে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ তুলেছে, BCCI-র এই বক্তব্যও সেই সুরকেই আরও জোরদার করল।
পাকিস্তানি হামলায় আফগান ক্রিকেটারের মৃত্যু ক্রিকেট জগতকে স্তব্ধ করেছে। ধ্বংসস্তূপের মধ্যেও ক্রিকেট আফগানিস্তানের মানুষের আশা ও স্বপ্নের প্রতীক। সেই প্রতীকের ওপর আঘাত গোটা ক্রীড়া পরিবারকে নাড়া দিয়েছে। BCCI-র স্পষ্ট অবস্থান প্রমাণ করছে—ভারত ও আফগানিস্তান এই দুঃসময়ে একসঙ্গেই দাঁড়িয়ে আছে।