
১১ জানুয়ারি থেকে শুরু হওয়া ভারত বনাম নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের (Indian Cricket Team) জন্য দল ঘোষণা করল বিসিসিআই। তবে ঘোষণার সঙ্গে সঙ্গে ক্রিকেট মহলে শুরু হয়েছে বিতর্ক। সেঞ্চুরি করা রুতুরাজ গায়কোয়াড়কে বাদ দিয়ে দল ঘোষণা, আর ফেরার পথে ফিরলেন মহম্মদ সিরাজ।
মুস্তাফিজুর নেই, বিকল্প হিসেবে KKR নজরে এই তিন শক্তিশালী পেসার!
নির্বাচকরা অবশ্য চূড়ান্ত স্কোয়াডে ঋষভ পন্থকে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। পন্থের সঙ্গে দক্ষিণ আফ্রিকার সিরিজে খেলেছেন ধ্রুব জুরেল। তবে শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের বিরুদ্ধে জায়গা হয়েছে পন্থের। ছুটি পেয়ছেন জসপ্রীত বুমরাহ, তাই সিরাজের জন্য জায়গা তৈরি হয়েছে।
ব্যাটিং ও ফিটনেস
টপ অর্ডারে থাকবেন শুভমন গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি। যশস্বী জয়সওয়ালও রয়েছেন। সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ার দলে থাকলেও তাঁর খেলাধুলার ফিটনেস যাচাই করতে হবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভয়ানক চোট পেয়ে তিন মাসের বাইরে থাকা শ্রেয়স আইয়ার এখন দ্রুত ফিট হয়েছেন। আশা করা হচ্ছে ৬ জানুয়ারি বিজয় হাজারে ট্রফিতে হিমাচল প্রদেশের বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে মাঠে নামবেন।
নিউজিল্যান্ড সিরিজেই দলে এন্ট্রি এই তারকার!
পেস আক্রমণ ও অলরাউন্ডার
দক্ষিণ আফ্রিকা সিরিজে নজর কাড়েননি প্রসিদ্ধ কৃষ্ণ। তবে নিউজিল্যান্ড সিরিজে তিন নম্বর পেসার হিসেবে তাঁর উপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। হার্দিক পাণ্ডিয়া দল থেকে বাদ পড়েছেন। বিসিসিআই বলেছে, এখনও পর্যন্ত তিনি ১০ ওভার বোলিং করার অবস্থায় নেই। তার পরিবর্তে অলরাউন্ডার হিসেবে নির্বাচিত হয়েছেন নীতীশ রেড্ডি।
সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্ত
দুই বছর পর জাতীয় দলে ডাক পেয়েও রায়পুর ওয়ানডেতে ৮৩ বলের ১০৫ রানের সেঞ্চুরি করা রুতুরাজ গায়কোয়াড়কে বাদ দেওয়ায় প্রশ্ন উঠেছে নির্বাচকদের মানদণ্ড নিয়ে। ধারণা করা হচ্ছে, অধিনায়ক গিলের ফিটনেসের কারণে নির্বাচকরা বাধ্য হয়ে রুতুরাজকে বাদ দিতে হয়েছে।
বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজুরকে ছাঁটাইয়ের পর বিরাট ঘোষণা শাহরুখের দলের
ভারতীয় ওয়ানডে দল – নিউজিল্যান্ড সফর ২০২৬
🚨 News 🚨
India’s squad for @IDFCFIRSTBank ODI series against New Zealand announced.
Details ▶️ https://t.co/Qpn22XBAPq#TeamIndia | #INDvNZ pic.twitter.com/8Qp2WXPS5P
— BCCI (@BCCI) January 3, 2026










