উইকেট ভাঙার দায়ে ICC শাস্তির কোপে তারকা পাক ক্রিকেটার

babar-azam-icc-code-of-conduct-violation-fined-demerit-point
শতরানের ঝলকে ফেরা ম্যাচ শেষ হতে না হতেই শাস্তির মুখে পড়তে হল পাক ক্রিকেটার বাবর আজমকে (Babar Azam)। শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় পাকিস্তানের প্রাক্তন অধিনায়ককে শাস্তি দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ব্যাট দিয়ে রেগে গিয়ে উইকেটে আঘাত করায় বাবরের বিরুদ্ধে লেভেল-ওয়ান অপরাধ ধরা পড়েছে।
 
ঘটনাটি ঘটে পাকিস্তানের ইনিংসের ২১তম ওভারে। আউট হওয়ার পর অতৃপ্ত ও হতাশ বাবর ব্যাট দিয়ে উইকেট আঘাত করেন। এক্ষেত্রে আইসিসির কোড অব কন্ডাক্টের স্পিরিটের পরিপন্থী। যদিও গত ২৪ মাসে তাঁর বিরুদ্ধে আর কোনও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠেনি, তাই তুলনামূলকভাবে লঘু শাস্তিতেই পার পেলেন তিনি। বাবরকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা এবং ১ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।
 
 
তবে এখানেই শেষ নয়, আগামী ২৪ মাস বাবরের আচরণ থাকবে কড়া নজরদারিতে। এই সময়ের মধ্যে আর কোনও বিতর্কিত আচরণ করলে তাঁকে আরও কঠোর শাস্তির মুখোমুখি হতে হতে পারে।
 
মজার বিষয়, ঠিক আগের ম্যাচেই দুর্দান্ত ব্যাটিং করে ১০২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন বাবর, যা ছিল তাঁর এক দিনের ক্রিকেটে ২০তম শতরান। সেই উজ্জ্বল ইনিংসের পর মাত্র একদিনেই তাঁর মেজাজ পুরোপুরি বদলে গেল। তৃতীয় ম্যাচে ৫২ বলে মাত্র ৩৪ রান করে আউট হন তিনি এবং মাঠ ছাড়ার সময় সেই হতাশাই যেন কাল হয়ে দাঁড়ায়।
 
ফর্ম ফিরে পেলেও বাবরের এই আচরণ মাঠে খেলোয়াড়সুলভ মনোভাবের প্রশ্ন তুলেছে। তাই ক্রিকেটবিশ্বের নজর এখন পাকিস্তানের এই ব্যাটিং তারকার উপর আগামী দিনগুলোতে তিনি কীভাবে মাঠে আচরণ সামলান। সেটাও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তাঁর ব্যাটিংয়ের মতোই।