কবে ভারতের হাতে উঠবে এশিয়া কাপের ট্রফি? জানিয়ে দিলেন নকভি

asia-cup-trophy-india-dubai-controversy

এশিয়া কাপের মাঠে চ্যাম্পিয়ন হয়েও এখনও হাতে ওঠেনি ট্রফি (Asia Cup Trophy)। ভারতের ক্রিকেটপ্রেমীরা সেই মুহূর্তের অপেক্ষায়, কিন্তু ট্রফি এখনও রয়েছে পিসিবি প্রধানের হাতে। সম্প্রতি পিসিবি প্রধান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল সভাপতি মহসিন নকভি জানিয়ে দিয়েছেন, আগামী ১০ নভেম্বর দুবাইয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করবেন। সেখানে ভারতের হাতে আনুষ্ঠানিকভাবে এশিয়া কাপের ট্রফি তুলে দেওয়া হবে। তবে তাঁর শর্ত একটিই, ট্রফি নিতে দুবাইয়ে যেতে হবে এশিয়া কাপে খেলা কোনও ভারতীয় ক্রিকেটার এবং বিসিসিআইয়ের প্রতিনিধিকে।

Advertisements

মহসিন নকভি এক চিঠিতে বিসিসিআই এবং এসিসি সদস্য দেশগুলিকে জানিয়েছেন, “ভারত ট্রফির প্রকৃত দাবিদার। কিন্তু যতক্ষণ না ভারতের কোনও প্রতিনিধি এসে আনুষ্ঠানিকভাবে এটি গ্রহণ করছেন, ততক্ষণ এটি সুরক্ষিত অবস্থায় থাকবে।” তাঁর দাবি, ট্রফি দেওয়ার অনুষ্ঠানটি ক্রিকেটীয় ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ এবং সেই প্রথা বজায় রাখতেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।

অ্যাডিলেডেও ‘শূন্য’ ঝড়! প্রশ্নের মুখে কিং কোহলির কেরিয়ার

নকভির বক্তব্য অনুযায়ী, গত এশিয়া কাপের ফাইনাল ম্যাচের পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় ভারতীয় বোর্ড নাকি হঠাৎ সিদ্ধান্ত নেয় যে দল ট্রফি গ্রহণ করবে না। এতে অনুষ্ঠানটি প্রায় ৪০ মিনিট বিলম্বিত হয় এবং উপস্থিত অতিথিরা বিব্রত হন। তিনি লেখেন, “এসিসি সভাপতি এবং বিশেষ অতিথিরা অনুষ্ঠানের গাম্ভীর্য বজায় রাখতে অপেক্ষা করেছিলেন, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়।”

Advertisements

চিঠিতে নকভির সুর স্পষ্টতই ক্ষুব্ধ। তিনি আরও লিখেছেন, “বিসিসিআই আমাদের নিয়ে যতই অভিযোগ তুলুক না কেন, এসিসি কখনও সস্তার রাজনীতিতে জড়াবে না।” তাঁর এই মন্তব্যে দুই বোর্ডের সম্পর্কের টানাপোড়েন আবারও সামনে এসেছে। ক্রিকেটবিশ্বে এখন আলোচনার কেন্দ্রবিন্দু, ভারত আদৌ কি দুবাইয়ে গিয়ে এই ট্রফি গ্রহণ করবে? বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, তারা আনুষ্ঠানিকভাবে নকভির প্রস্তাব নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি।