আইসিসির ‘বিরাট’ শাস্তির মুখে সূর্য-বুমরাহ, নির্বাসিত পাক বোলার

asia-cup-controversy-haris-rauf-to-Suryakumar-yadav-jasprit-bumrah-face-icc-punishment

এশিয়া কাপের (Suryakumar Yadav) মাঠে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা, আবেগ আর উত্তেজনা। কিন্তু এবারের আসরে সেই উত্তেজনা ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে খেলোয়াড়দের আচরণ। রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ সেলিব্রেশন থেকে শুরু করে ‘ভারতবিদ্বেষী’ অঙ্গভঙ্গি। সব মিলিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছেন দুই দেশের চার ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল  অবশেষে সেই বিতর্কের রেশ কাটিয়ে দিয়েছে শৃঙ্খলাজনিত শাস্তি ঘোষণা করে।

Advertisements

সবচেয়ে কঠোর শাস্তি পেয়েছেন পাকিস্তানের পেসার হ্যারিস রউফ। দুই ম্যাচে ভারতবিরোধী ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে দুই ম্যাচের জন্য নির্বাসিত করেছে আইসিসি। অভিযোগ অনুযায়ী, রউফ হাত তুলে এমন ভঙ্গি করেছিলেন, ২০১৯ সালের অপারেশন ‘সিঁদুর’র সময় পাকিস্তানের তরফে প্রচারিত ভারতের ছয়টি যুদ্ধবিমান ধ্বংসের দাবির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। একইসঙ্গে দুই ম্যাচে তাঁর মোট ম্যাচ ফি-র ৬০ শতাংশ কাটা হয়েছে এবং চারটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, কোনও ক্রিকেটার দুই বছরের মধ্যে চারটি ডিমেরিট পয়েন্ট পেলে তাঁকে দু’ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়, সেই নিয়মেই শাস্তি পেলেন রউফ।

   

তবে বিতর্ক শুধুমাত্র পাকিস্তান শিবিরেই সীমাবদ্ধ থাকেনি। ভারতের তারকা ব্যাটার ও টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব’র বিরুদ্ধেও এসেছে গুরুতর অভিযোগ। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ শেষে মাঠে রাজনৈতিক মন্তব্য করার দায়ে সূর্যকে ম্যাচ ফি-র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে এবং তাঁকে দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড () সরাসরি সূর্যের বিরুদ্ধে অভিযোগ জানায় আইসিসির কাছে।

Advertisements

এর পাশাপাশি ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহও বাদ যাননি বিতর্কের কেন্দ্র থেকে। ফাইনালে হ্যারিস রউফকে আউট করার পর তিনি বিমান নামানোর অঙ্গভঙ্গি করেন, যা রউফের আগের ইশারার পালটা বলে মনে করা হয়। আইসিসি বিষয়টি ‘অক্রীড়াসুলভ আচরণ’ হিসেবে গণ্য করে বুমরাহকে সতর্কবার্তা দিয়েছে এবং একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে।

অন্যদিকে পাকিস্তানের তরুণ ব্যাটার সাহিবজাদা ফারহান সুপার ফোর ম্যাচে অর্ধশতরান করার পর বন্দুকধারী ভঙ্গিতে সেলিব্রেশন করে বিতর্কে জড়িয়ে পড়েন। ফারহান যুক্তি দেন, “এটি আমাদের পাখতুন সংস্কৃতির অংশ। আমরা আনন্দ প্রকাশ করি এভাবেই।” তবে আইসিসি বিষয়টি হালকাভাবে না নিয়ে তাঁকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করেছে এবং একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে। এশিয়া কাপের তিনটি ভারত-পাক ম্যাচেই নানা রকম ইঙ্গিতপূর্ণ আচরণ ও মন্তব্য উঠে এসেছে। দুই দেশের সমর্থকদের মধ্যে অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়ে দিয়েছে। ফাইনালের ৩৭ দিন পর ঘোষণা করা এই শাস্তি হয়তো সাময়িকভাবে বিতর্ক স্তিমিত করবে।