অর্শদীপের আগুনে কেঁপে উঠল অস্ট্রেলিয়া, কি ঘটল তারপর?

arshdeep-singh-performance-India-vs-Australia-3rd-t20i

এশিয়া কাপে বঞ্চিত হয়েছিলেন। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোয় বেঞ্চে বসিয়ে রাখা হয়েছিল তাঁকে (Arshdeep Singh)। সমালোচকরা তখনই প্রশ্ন তুলেছিলেন, কেন দলের অন্যতম নির্ভরযোগ্য বোলারকে বাইরে রাখা হচ্ছে? কিন্তু হোবার্টে সেই বঞ্চনার জবাব মাঠেই দিয়ে দিলেন অর্শদীপ সিং। সুযোগ পেয়েই যেন নিজের প্রতিটি ডেলিভারিতে লিখলেন আত্মবিশ্বাসের গল্প।

Advertisements

তৃতীয় টি-টোয়েন্টিতে অজিদের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে ফিরলেন এই বাঁহাতি পেসার। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। আর সেই সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণ করতে সময় নেননি অর্শদীপ। ইনিংসের শুরুতেই আগুন ঝরানো স্পেলে পরপর দুই উইকেট তুলে নেন তিনি। ১৪ রানের মধ্যেই ধসে পড়ে অস্ট্রেলিয়ার টপ অর্ডার। ট্রেভিস হেড (৬) এবং জস ইংলিস (১) দু’জনকেই ফিরিয়ে দেন পাঞ্জাবের এই পেসার।

   

অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শও পারেননি দলকে স্থিতি দিতে। তাঁকে আউট করেন বরুণ চক্রবর্তী। কিন্তু চাপের মুখে লড়াইয়ে ফেরান টিম ডেভিড ও মার্কাস স্টোইনিস। ডেভিড ৩৮ বলে ৭৪ এবং স্টোইনিস ৩৯ বলে ৬৪ রান করেন। তাদের দাপটেই ২০ ওভারে ৬ উইকেটে ১৮৬ রানে থামে অজিদের ইনিংস।

তবু ভারতের সেরা বোলার হিসেবে উজ্জ্বল নামটি অর্শদীপেরই। তাঁর বোলিং ফিগার ৪ ওভারে ৩৫ রান দিয়ে ৩ উইকেট। ধারাবাহিক লাইন ও লেন্থে বোলিং করে শুরুতেই প্রতিপক্ষকে চাপে ফেলে দেন তিনি। এ ছাড়া বরুণ চক্রবর্তী নেন ২ উইকেট, শিবম দুবে ১ উইকেট।

Advertisements

অর্শদীপের এই পারফরম্যান্স যেন এক প্রকার বার্তা, বিশ্বাস হারালে চলবে না। সুযোগ পেলে তিনি দেশের জার্সি গর্বের সঙ্গে তুলে নিতে জানেন। মাঠে তাঁর চোখে ছিল দৃঢ়তা, হাতে আগুন, আর প্রতিটি বলেই ছিল প্রতিশোধের সুর।