ভারতীয় ক্রিকেটে (Indian Cricket Team) অমল মজুমদারের নাম উচ্চারণ হলেই এখন আর শুধু এক নিঃশ্বাস নয়, গর্বও মিশে রয়েছে তাতে। দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটের রাজপুত্র হিসেবে পরিচিত এই মুম্বইকর কখনও জাতীয় দলের হয়ে সাদা জার্সি গায়ে তুলতে পারেননি। সচিন, সৌরভ, রাহুল, লক্ষ্মণদের যুগে তাঁর মতো প্রতিভাবান ব্যাটারের ভাগ্যে সেই সুযোগ এসে ঠেকেনি। কিন্তু রবিবারের রাত বদলে দিয়েছে সব হিসেব। ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচ হিসেবে বিশ্বকাপ জয় করে অমল মজুমদার এখন ‘বিশ্বজয়ী’।
রবিবার রাতে হরমনপ্রীত কৌরদের ঐতিহাসিক জয়ের পর নিজের আবেগ আর ধরে রাখতে পারেননি অমল। মুখে একটাই কথা, “এখনও বিশ্বাস হচ্ছে না। বুঝতে পারছি না সবটা। এই জয় দলের কৃতিত্ব। ওরা প্রাণপাত করেছে ট্রফিটার জন্য। আজ গোটা ভারত ওদের নিয়ে গর্বিত।”

একসময় তিন ম্যাচে টানা হেরে পিছিয়ে পড়েছিল ভারতীয় মহিলা দল। সমালোচনার ঝড় বইছিল চারদিকে। কিন্তু কোচ অমলের আত্মবিশ্বাস একটুও নড়েনি। সেই আত্মবিশ্বাসই যেন পরিণত হয়েছে স্বপ্নের জয়ে। স্মৃতি মন্ধানা, হরমনপ্রীতরা যেন নতুন এক ইতিহাস লিখেছেন তাঁর হাত ধরে।
বিশ্বকাপ জয়ের পর গর্বে ভরা কণ্ঠে ভারতীয় কোচ অমল বললেন, “সম্পূর্ণ দাপট দেখানোর মাঝে ওরকম একটা-দু’টো হোঁচট অস্বাভাবিক নয়। গুরুত্বপূর্ণ হল, বিশ্বাসটা হারাইনি। আর এখন দেখুন, আমরাই বিশ্বজয়ী।”
২০০৩ সালে জোহানেসবার্গে সৌরভ গাঙ্গুলি-রাহুল দ্রাবিড়দের খুব কাছে এসেও বিশ্বকাপ জেতা হয়নি। লক্ষ্মণ তো খেলেনইনি কোনও বিশ্বকাপ। অথচ সেই হারানো রত্নটিই যেন তুলে নিয়েছেন তাঁদের সমসাময়িক অমল মজুমদার কোচের ভূমিকায়, মেয়েদের বিশ্বজয়ের রাতে। মুম্বইয়ের মাটি এবার গর্বিত তার সন্তানকে নিয়ে। যে ক্রিকেটার কোনও দিন ভারতীয় জার্সি পরেননি, তিনিই আজ ভারতের ‘বিশ্বজয়ী কোচ’।
No words to describe this feeling 💙
Scorecard ▶️ https://t.co/TIbbeE5t8m#TeamIndia | #WomenInBlue | #CWC25 | #INDvSA | #Champions | @ImHarmanpreet pic.twitter.com/nmKq7K7kgc
— BCCI Women (@BCCIWomen) November 2, 2025


