বিশ্বজয়ী ভারতের মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন অমিত শাহ

Union Home Minister Amit Shah congratulates Team India for winning the ICC Women’s World Cup 2025, calling it a proud and inspiring moment for the nation.

নয়াদিল্লি, ৩ নভেম্বর: ভারতীয় মহিলা ক্রিকেট দলের ঐতিহাসিক জয়ে গোটা দেশ উচ্ছ্বাসে ভাসছে। ২০২৫ সালের আইসিসি উইমেন্স ওয়ার্ল্ড কাপ জয়ের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স (টুইটার)-এ টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়ে বলেন, “বিশ্বজয়ী টিম ইন্ডিয়াকে কুর্নিশ! এটি আমাদের জাতির জন্য এক গৌরবময় মুহূর্ত। আপনারা যখন বিশ্বকাপের ট্রফি তুললেন, ভারতের গর্বও আকাশ ছুঁয়েছে। আপনাদের অসাধারণ ক্রিকেট দক্ষতা দেশের লক্ষ লক্ষ মেয়েদের জন্য অনুপ্রেরণার পথ খুলে দিয়েছে।”

Advertisements

তিনি আরও লেখেন, “সমগ্র দলকে আন্তরিক অভিনন্দন। এই জয় শুধু খেলাধুলার নয়, মহিলাশক্তিরও এক জয়।”

   

মুম্বই থেকে দিল্লি, চেন্নাই থেকে কলকাতা— সর্বত্র ক্রিকেটপ্রেমীরা রাতভর উৎসব করেছে। ভারতের মহিলা দলের এই জয়কে ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, “নতুন যুগের সূচনা।”

Advertisements