রো-কো জুটির ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন আগরকর, কী বললেন নির্বাচকপ্রধান?

Ajit Agarkar comments on Virat Kohli and Rohit Sharma future

অবশেষে দীর্ঘ সাত মাসের অপেক্ষা কাটিয়ে ফের একবার ভারতীয় দলে ফিরছেন বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন এক দিনের সিরিজ দিয়ে জাতীয় দলের জার্সি গায়ে দেখা যাবে এই দুই অভিজ্ঞ মহাতারকাকে। তবে তাঁদের প্রত্যাবর্তনের পাশাপাশি ফের একবার উঠছে প্রশ্ন, ২০২৭ বিশ্বকাপে কি দেখা যাবে রোহিত ও বিরাটকে?

Advertisements

এই প্রসঙ্গে ফের একবার মুখ খুলেছেন জাতীয় নির্বাচকপ্রধান অজিত আগরকর। এক সাম্প্রতিক অনুষ্ঠানে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, এখনই বিরাট-রোহিতকে মূল্যায়নের সময় নয়। তিনি বলেন, “আমি আগেও বলেছি, ওরা অসাধারণ ক্রিকেটার। তবে দিনের শেষে আমাদের নজর দেওয়া উচিত দলগত লক্ষ্যের দিকে। ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে বড় দলীয় পরিকল্পনা।”

আগরকর আরও জানান, দুই বছর পর পরিস্থিতি কেমন হবে এখনই বলা কঠিন। তাই ২০২৭ বিশ্বকাপে এই দুই সিনিয়র ক্রিকেটার থাকবেন কি না, তা এখনই বিচার করা সম্ভব নয়। তবে পারফরম্যান্স যে বড় ভূমিকা নেবে, সেটাও স্পষ্ট করে দেন নির্বাচকপ্রধান। তিনি যোগ করেন, “ওরা যদি নিয়মিত রান করে, দলের জন্য অবদান রাখে, তাহলে অবশ্যই বিবেচনায় থাকবে। কিন্তু প্রতি ম্যাচে আতস কাঁচের নিচে ফেলা উচিত নয়।”

যুদ্ধবিরতি চলাকালীন পাক বিমানহানায় নিহত ৩ ক্রিকেটার, বিরাট সিদ্ধান্ত নিল আফগানিস্তান

রোহিত শর্মা ও বিরাট কোহলি বর্তমানে শুধুমাত্র একটি ফর্ম্যাটেই (ওয়ানডে) খেলছেন। এমন অবস্থায় তাঁদের ফর্ম এবং ফিটনেস অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে সামনের সময়ের জন্য। আগরকর বলেন, “ওরা খেলতে শুরু করুক, তারপর আমরা বিচার করব। এখনই কোনও সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়।”

Advertisements

তিনি আরও যোগ করেন, “যা কিছু ট্রফি জেতা সম্ভব, ওরা জিতেছে। রানও করেছে। যদি এই সিরিজে রান না করে, তার মানে এই নয় যে ওরা বিশ্বকাপে জায়গা পাবে না। আবার যদি তিনটে সেঞ্চুরি করে, তার মানেও এই নয় যে নিশ্চিতভাবে ওরা থাকবে। আমাদের দেখতে হবে দল কেমনভাবে গঠিত হচ্ছে।”

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে এখনও প্রায় দুই বছরের বেশি সময় বাকি। তার আগে ভারতীয় দল অন্তত বেশ কয়েকটি ওয়ানডে ম্যাচ খেলবে। এই ম্যাচগুলোতে বিরাট কোহলি ও রোহিত শর্মার পারফরম্যান্স যে জাতীয় নির্বাচকদের নজরে থাকবে, তা স্পষ্ট। ফলে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন সিরিজে বিরাট-রোহিতের পারফরম্যান্স যেমন গুরুত্বপূর্ণ, তেমনই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাঁদের পরবর্তী ১২-১৮ মাসের ধারাবাহিকতা। কারণ, সেই সময়ের মধ্য দিয়েই তৈরি হবে ভারতের ২০২৭ বিশ্বকাপের মূল দল।

Ajit Agarkar comments on Virat Kohli and Rohit Sharma future