HomeSports NewsCricketসিরিজ বাঁচাতে মরিয়া ভারত, অনুশীলনে হাজির বিশেষ অতিথি!

সিরিজ বাঁচাতে মরিয়া ভারত, অনুশীলনে হাজির বিশেষ অতিথি!

- Advertisement -

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচের আগে বড়সড় চাপের মুখে ভারতীয় দল (Indian Cricket Team)। প্রথম ম্যাচে হারের পর সিরিজ ধরে রাখতে হলে ২৩ অক্টোবর অ্যাডিলেডে তাদের জিততেই হবে। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনুশীলনে দেখা গেল মুখ্য নির্বাচক অজিত আগরকরকে। দলের পারফরম্যান্স নিয়ে নির্বাচকদের মধ্যেও উদ্বেগ রয়েছে। বিশেষ করে দুই সিনিয়র ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়ে।

দীর্ঘদিন পর ওডিআই ফরম্যাটে ফিরে দু’জনেই ব্যর্থ। রোহিত করেছেন মাত্র ৮ রান, বিরাট আউট হয়েছেন শূন্য রানে। ২০২৭ সালের বিশ্বকাপের আগে এই দুই ক্রিকেটারের ম্যাচ ফিটনেস নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শুধু বর্তমান ফর্মই নয়, ভবিষ্যতের দিক থেকে দু’জনের প্রাসঙ্গিকতা নিয়েও চলছে আলোচনা।

   

এই পরিস্থিতিতে সোমবার অনুশীলনে দেখা গেল অজিত আগরকরকে। অ্যাডিলেড ওভালে দলের ট্রেনিং সেশনে উপস্থিত ছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গিয়েছে, তিনি কোচ ও অন্যান্য সাপোর্ট স্টাফদের সঙ্গে কথাবার্তা বলছেন এবং দূর থেকে রোহিত ও বিরাটের ব্যাটিং পর্যবেক্ষণ করছেন। স্পষ্ট, আগরকর খুঁটিয়ে দেখছেন দুই সিনিয়রের প্রস্তুতি ও শরীরী ভাষা।

জাতীয় দলের ডাক, তবুও বাংলার নেতৃত্ব তারকা ক্রিকেটার

এখানেই শেষ নয়, আগরকরের বিরুদ্ধে ইতিমধ্যেই কিছু প্রশ্নও উঠেছে। বিশেষ করে সিরিজ শুরুর আগে রোহিতকে সরিয়ে শুভমন গিলকে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়ে। অনেকেই মনে করছেন, রোহিতকে সরিয়ে দেওয়া ভুল সিদ্ধান্ত। তবে অনেক ক্রিকেট বিশেষজ্ঞের মতে, আগাম পরিকল্পনার জন্য এই সিদ্ধান্ত যৌক্তিক। ২০২৭ বিশ্বকাপের কথা মাথায় রেখে গিলকে ভবিষ্যতের জন্য তৈরি করা হচ্ছে। কারণ, রোহিতের হাতে হয়ত আর খুব বেশি আন্তর্জাতিক ম্যাচ নেই।

অন্যদিকে, শুভমন গিলের জন্যও দ্বিতীয় ওডিআই অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধিনায়ক হিসেবে নিজের প্রথম অ্যাসাইনমেন্টে তিনি কতটা সফল হন, সেটাই দেখার বিষয়। পাশাপাশি দলকে চাঙ্গা করে তুলতেও তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ।

সবমিলিয়ে, দ্বিতীয় ম্যাচটি হয়ে উঠেছে ‘ডু অর ডাই’। এই ম্যাচে হেরে গেলে ভারতের (Indian Cricket Team) সিরিজ হাতছাড়া হবে। তাই শুধু মাঠের লড়াই নয়, অনুশীলনেই শুরু হয়ে গেছে মানসিক যুদ্ধ। আর সেই লড়াইয়ের মঞ্চে উপস্থিত থেকে দলের প্রস্তুতি যাচাই করছেন প্রধান নির্বাচক নিজে। দেখার বিষয়, এই চাপের মুখে রোহিত-বিরাট কতটা জ্বলে উঠতে পারেন এবং ভারতীয় দলের হয়ে আবারও ম্যাচ জেতানো ইনিংস খেলতে পারেন কি না।

Ajit Agarkar attends Indian Cricket Team practice India vs Australia ODI

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular