HomeSports NewsCricketনিলামের আগেই বিশ্বরেকর্ড! IPL ইতিহাসে একী কান্ড?

নিলামের আগেই বিশ্বরেকর্ড! IPL ইতিহাসে একী কান্ড?

- Advertisement -

আইপিএল ২০২৬ নিলামকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি এবার ব্যয়বহুল তারকাদের দলে টানতে মরিয়া। সাম্প্রতিক কয়েকটি মরশুমে দেখা গিয়েছে, ভারতীয় ও আন্তর্জাতিক তারকাদের জন্য দলগুলির মধ্যে টানাপোড়েন। এবারও সেই ধারা বজায় রেখেই ইতিহাস সৃষ্টি হয়েছে। দেখে নেওয়া যাক, আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ১০ ক্রিকেটার।

১. ঋষভ পন্থ – ২৭ কোটি (লখনউ সুপার জায়ান্টস, ২০২৫)

ইতিহাস গড়েছেন ঋষভ পন্থ! চোট থেকে দুর্দান্ত কামব্যাকের পর তাঁর জন্য ২৭ কোটি টাকা খরচ করেছে লখনউ সুপার জায়ান্টস। তাঁর আক্রমণাত্মক ব্যাটিং এবং নেতৃত্বের গুণে পন্ত হয়ে উঠেছেন নিলামের সবচেয়ে দামি ক্রিকেটার।

   

২. শ্রেয়াস আইয়ার – ২৬.৭৫ কোটি (পাঞ্জাব কিংস, ২০২৫)

পাঞ্জাব কিংস এবার সম্পূর্ণ বাজি ধরেছে শ্রেয়াস আইয়ারের ওপর। ২৬.৭৫ কোটিতে তাঁকে দলে নিয়েছে তারা। তাঁর ঠান্ডা মাথার নেতৃত্বে ১১ বছর পর ফাইনালে পৌঁছেছে পাঞ্জাব।

৩. মিচেল স্টার্ক – ২৪.৭৫ কোটি (কলকাতা নাইট রাইডার্স, ২০২৪)

অস্ট্রেলিয়ান গতি তারকা মিচেল স্টার্ক ২০২৪ সালে কেকেআরের রেকর্ড কেনা। ২৪.৭৫ কোটিতে তাঁকে দলে নিয়ে কলকাতা পেয়েছিল চ্যাম্পিয়নশিপ জয়ের স্বাদ।

৪. ভেঙ্কটেশ আইয়ার – ২৩.৭৫ কোটি (কলকাতা নাইট রাইডার্স, ২০২৫)

অলরাউন্ড দক্ষতার জন্য কেকেআর আবারও বড় দামে ভেঙ্কটেশ আইয়ারকে কিনেছে। ওপেনার ও পার্ট-টাইম মিডিয়াম পেসার হিসেবে দলের ভারসাম্য বজায় রাখেন তিনি।

নিলামের আগে এই তারকাকে নিতে চেয়েছিল CSK, মুখের উপর না বলল গুজরাট!

৫. প্যাট কামিংস – ২০.৫০ কোটি (সানরাইজার্স হায়দরাবাদ, ২০২৪)

বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিংসকে ২০.৫০ কোটিতে দলে নিয়েছিল হায়দরাবাদ। তাঁর নেতৃত্বে এবং বলিংয়ে দল পৌঁছেছিল ফাইনালে।

৬. স্যাম কারান – ১৮.৫০ কোটি (পাঞ্জাব কিংস, ২০২৩)

ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারান ২০২৩ সালে রেকর্ড মূল্যে পাঞ্জাবে যোগ দেন। তাঁর ডেথ ওভারের বোলিং ও ব্যাটিং ফিনিশিং দক্ষতা এখনো দলের প্রধান ভরসা।

৭. যুজবেন্দ্র চাহাল – ১৮ কোটি (পাঞ্জাব কিংস, ২০২৫)

স্পিন আক্রমণে শক্তি বাড়াতে পাঞ্জাব এবার ১৮ কোটি টাকায় দলে নিয়েছে চাহালকে। অভিজ্ঞতা ও উইকেট নেওয়ার ক্ষমতায় তিনি দলের গুরুত্বপূর্ণ সম্পদ।

৮. অর্শদীপ সিং – ১৮ কোটি (পাঞ্জাব কিংস, ২০২৫)

স্থানীয় তারকা অর্শদীপকে রাখতে পাঞ্জাব ১৮ কোটি টাকায় বিড ম্যাচ করে। বাঁহাতি এই পেসারের সুইং ও ডেথ ওভারের নিখুঁত বলিং তাঁকে করে তুলেছে ভারতের অন্যতম সেরা তরুণ পেসার।

৯. জস বাটলার – ১৫.৭৫ কোটি (গুজরাট টাইটান্স, ২০২৫)

ইংল্যান্ডের বিধ্বংসী ওপেনার জস বাটলার এবার গুজরাট টাইটান্সে। ১৫.৭৫ কোটিতে দলে যোগ দিয়ে তিনি পাওয়ারপ্লেতে দলের আগ্রাসী ব্যাটিংকে নতুন মাত্রা দিয়েছেন।

১০. কেএল রাহুল – ১৪ কোটি (দিল্লি ক্যাপিটালস, ২০২৫)

২০২৫ সালের নিলামের অন্যতম চমক ছিল কেএল রাহুলের দিল্লিতে যোগদান। ১৪ কোটিতে তাঁকে দলে নিয়েছে ক্যাপিটালস। ক্লাসিক স্ট্রোকপ্লে ও স্থিরতার জন্য তিনি ভারতের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular