রঞ্জি ট্রফির (Ranji Trophy 2025) নতুন মরসুমে ইডেন গার্ডেন্সে আগামী ২৫ অক্টোবর মুখোমুখি হচ্ছে বাংলা ও গুজরাট। এই গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুতে শঙ্কা ছিল, হয়তো দলে দেখা যাবে না অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ও তারকা পেসার আকাশ দীপকে। কারণ, দু’জনেই ডাক পেয়েছেন ভারত ‘এ’ দলে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে আসন্ন চার দিনের সিরিজে।
তবে শেষমেশ স্বস্তির খবর পেল বাংলা শিবির। দ্বিতীয় ম্যাচের ভারত ‘এ’ দলে থাকায়, অভিমন্যু ও আকাশ দু’জনেই খেলতে পারবেন গুজরাটের বিরুদ্ধে ইডেনে রঞ্জি ম্যাচটি। যদিও তাঁদের পাবে না বাংলা ত্রিপুরার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে। ওই ম্যাচে দলের নেতৃত্বে থাকবেন তরুণ উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েল।
ভারত ‘এ’ দলের প্রথম চার দিনের ম্যাচ শুরু ৩০ অক্টোবর, দ্বিতীয় ম্যাচ ৬ নভেম্বর থেকে। ফলে ২৫ তারিখের রঞ্জি ম্যাচে অংশ নিতে তাঁদের কোনও সমস্যা হবে না। অভিমন্যুর নেতৃত্বে এই মুহূর্তে বাংলা দলের পারফরম্যান্স উজ্জ্বল এবং মহম্মদ শামির সঙ্গে আকাশ দীপও পেস আক্রমণে ভরসা। তাই দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে দলে পাওয়া মানেই দলের মনোবল বাড়বে।
বিধানসভা নির্বাচনের আগে উপমুখ্যমন্ত্রীর বক্তব্যে বিতর্ক
অন্যদিকে, বড় প্রত্যাবর্তনের পথে ঋষভ পন্থ। গত বছর ইংল্যান্ড সিরিজে চোট পাওয়ার পর দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা পন্থ এবার ফিরছেন ভারত ‘এ’ দলের অধিনায়ক হিসেবে। সেন্টার অফ এক্সেলেন্সে দীর্ঘ রিহ্যাব শেষে এবার পূর্ণ ফিট পন্থকে দেখা যাবে দক্ষিণ আফ্রিকা ‘এ’র বিরুদ্ধে দু’টি ম্যাচেই। ফলে দিল্লির হয়ে তাঁর রঞ্জি খেলা হচ্ছে না।
ভারতীয় নির্বাচকরা পন্থের ফিটনেস ও ফর্ম কাছ থেকে দেখতে চাইছেন, কারণ ১৪ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ, যার প্রথম ম্যাচ ইডেনে। পাশাপাশি ভারত ‘এ’ দলে সহ-অধিনায়ক হিসেবে থাকবেন সাই সুদর্শনও।
এই মুহূর্তে দেশের ঘরোয়া ক্রিকেট ও জাতীয় দলের মধ্যে ভারসাম্য রক্ষা করাই মূল লক্ষ্য বিসিসিআইয়ের। ক্রিকেটারদের ম্যাচ ফিটনেসের পাশাপাশি জাতীয় দলের প্রয়োজনীয়তা, দুই-ই সমান গুরুত্ব পাচ্ছে। অভিমন্যু ও আকাশের রঞ্জি খেলার সুযোগ সেই ব্যবস্থাকেই তুলে ধরে। এবার বাংলা দলের কাছে সুযোগ ইতিহাস গড়ার। গুজরাটের বিরুদ্ধে ম্যাচ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে দক্ষিণ ভারত সফরের আগে সঠিক ছন্দ খুঁজে পাওয়াই দুই তারকা ক্রিকেটারের মূল লক্ষ্য।
Abhimanyu Easwaran lead Bengal vs Gujarat Ranji Trophy 2025