Cricket World Cup: বাংলাদেশের বিরুদ্ধে ১১০ রানে জিতল ভারত

সেডন পার্কে (Cricket World Cup) ভারতের সহজ জয়। ১১০ রানের ব্যবধানে ধরাশায়ী বাংলাদেশ (India vs Bangladesh)। ভারতীয় বোলারদের বিরুদ্ধে কার্যত দাঁড়াতেই পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। 

প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ২২৯/৭ তোলে টিম ইন্ডিয়া। প্রথম উইকেট পার্টনারশিপ ভিত গড়ে গিয়েছিল দলের। তবে ৭৪ রানেই পরপর তিন উইকেট তুলে নিয়ে চাপে ফেলে দিয়েছিল বাংলাদেশ। 

   

দলের ৭৪ রানের মাথায় আউট হয়েছেন স্মৃতি মান্ধানা, মিতালী রাজ, শেফালি বর্মা। বাংলাদেশের ঋতু মনির কাছে এসেছিল হ্যাটট্রিকের সুযোগ।

Cricket World Cup

ভারতের হয় শেফালি (৪২ রান) এবং ভাটিয়া ছাড়া (৫০ রান) কেউ বড় রান না পেলেও স্কোরবোর্ডে লড়াই করার মতো স্কোর তুলতে অসুবিধা হয়নি ব্লু আর্মির। 

<

p style=”text-align: justify;”>রান তাড়া করতে নেমে ধারাবাহিক ভাবে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ভারতীয় বোলারদের দাপটে সেই অর্থেই গড়ে ওঠেনি বড় পার্টনারশিপ। টিম ইন্ডিয়ার হয়ে চার উইকেট নিয়েছেন দেরাদুনের স্নেহ রানা। দুটি করে উইকেট ঝুলন গোস্বামী এবং পূজার নামের পাশে। বাংলাদেশ পরাজিত ১১০ রানে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন