Eden Garden: ক্রিকেট ফিরছে নন্দন কাননে, সঙ্গে বুর্জ খলিফা

Eden Gardens

নিউজ ডেস্ক, কলকাতা: প্রায় দু’বছর পরে কলকাতার ক্রিকেটের নন্দনকাননে (Eden Garden) অনুষ্ঠিত হতে চলেছে ক্রিকেট। তাই ম্যাচের দু’দিন আগে থাকতেই আলোর ফোয়ারা হবে ইডেনে। প্রথম দু’দিন ট্রায়াল রান চলবে, তারপর ম্যাচের দিন নানা ধরনের লাইটিং হবে।

সিএবি-র সূত্রে জানা গিয়েছে, শ্রীভূমিতে যারা বুর্জ খলিফা করেছিল, ওই সংস্থাকে লাইটিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। জানা গিয়েছে, আলোয় মুড়ে দেওয়া হবে ইডেনকে, লেজার রশ্মিতে ভরিয়ে দেওয়া হবে। তবে বুর্জ খলিফার মতো কিছু করতে গেলে রাজ্য সরকারের অনুমতি দরকার, কিংবা আইসিসি-র নির্দেশিকা মানতে হবে। কারণ ক্রিকেটারদের সমস্যা হলে হিতে বিপরীত হতে পারে। তাই আলোর ঝর্নাধারায় স্নাত হলেও তার মধ্যে আয়ত্ত্ব থাকবে। সবদিক থেকেই ইডেন ম্যাচকে স্মরণীয় করে রাখতে চান সিএবি কর্তারা।

   

Eden Gardens

<

p style=”text-align: justify;”>রবিবার তৃতীয় টি-২০ ম্যাচে কিউয়িদের বিরুদ্ধে ইডেনে খেলতে নামছে রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে ভারতীয় দল। তার জন্য সেজে উঠছে ইডেন। দর্শক প্রবেশ করতে পারবে মাঠে ৭০ শতাংশ। সোমবার থেকেই অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। টিকিটের চাহিদা তুঙ্গে। দীর্ঘদিন পর ক্রিকেট ফেরায় মাঠে বসে ম্যাচ উপভোগ করতে চান সকলেই। তবে ৭০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি থাকায় টিকিটের সংকট দেখা দিতে পারে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন