জোরে দৌড়তে পারছেন না হায়দরাবাদী বিরিয়ানিতে মজে থাকা Team Pakistan!

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও পরাজয়ের মুখে পড়তে হয়েছে পাকিস্তান (Team Pakistan) দলকে। মঙ্গলবার হায়দ্রাবাদে অনুষ্ঠিত ম্যাচে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৩৫১ রান তোলে। লক্ষ্য…

Team Pakistan Biryani Break

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও পরাজয়ের মুখে পড়তে হয়েছে পাকিস্তান (Team Pakistan) দলকে। মঙ্গলবার হায়দ্রাবাদে অনুষ্ঠিত ম্যাচে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৩৫১ রান তোলে। লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৩৩৭ রান তুলতে পেরে ১৪ রানে ম্যাচ হেরে যায় পাকিস্তানের ক্রিকেট দল। এই ম্যাচে হারের পর অনেক প্রশ্ন উঠলেও হাসিমুখে এর জবাব দিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক শাদাব খান।

শাদাব খান বলেন, ‘এই ফলাফল গুরুত্বপূর্ণ নয়। আমরা এটা থেকে অনেক ইতিবাচক দিক লাভ করেছি। আমাদের মনোভাব ইতিবাচক ছিল, কিন্তু ফলাফল আমাদের হাতে নেই। আমরা শুধু বেঞ্চকে তাদের দক্ষতা দেখানোর জন্য সময় দিতে চেয়েছিলাম। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা আমাদের আত্মবিশ্বাস যোগানোর কাজ করবে। হায়দ্রাবাদের কন্ডিশন নিয়ে আমাদের কিছু অভিজ্ঞতা হয়েছে।’

   

এরপরেই তিনি বলেন, ‘আমরা প্রতিদিন হায়দরাবাদি বিরিয়ানি খাচ্ছি এবং সম্ভবত সে কারণেই আমরা কিছুটা ধীর হয়ে গিয়েছিলাম।’ শাদাব খানের নিজের পারফরমেন্স এই ম্যাচে অবশ্য দারুণ কিছু ছিল না। বোলিংয়ে ১০ ওভারে ৬৯ রান দিয়ে ১ উইকেট নেন তিনি।

Advertisements

দুটি প্রস্তুতি ম্যাচেই হেরেছে পাকিস্তান। তবে এই পরাজয় থেকে ঘুরে দাঁড়াতে চাইবে দলটি। আগামী ৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। ১০ অক্টোবর শ্রীলঙ্কা এবং ১৪ অক্টোবর ভারতের বিপক্ষে খেলবে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News