ক্রিকেট অস্ট্রেলিয়া এ বছরের সেরা টেস্ট দল (Best Test XI) নির্বাচন করেছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার (Cricket Australia) বর্ষ সেরা টেস্ট দলে জায়গা পেয়েছেন দুই ভারতীয় ক্রিকেটার। ক্রিকেট অস্ট্রেলিয়ার ‘টেস্ট টিম অব দ্য ইয়ার’-এ জায়গা পাননি ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান বিরাট কোহলি ও রোহিত শর্মা। আশ্চর্যজনকভাবে ক্রিকেট অস্ট্রেলিয়ার ‘টেস্ট টিম অব দ্য ইয়ার’-এ ক্যাঙ্গারু দলের মাত্র ২ জন খেলোয়াড় রয়েছেন।
ওপেনিং ব্যাটসম্যান হিসেবে উসমান খাজাকে প্রথম একাদশে জায়গা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। উসমান খাজার ওপেনিং পার্টনার হিসেবে শ্রীলঙ্কার দিমুথ করুনারত্নেকে বেছে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়া প্রথম একাদশে কেন উইলিয়ামসনকে তিন নম্বরে এবং জো রুটকে চার নম্বরে ব্যাট করার জন্য বেছে নিয়েছে। তাদের দল থেকে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে বাদ দেওয়া হয়েছে।
Our Test Team of the Year for 2023, as picked by @LouisDBCameron
Read his reasoning here: https://t.co/6GJfzc6BkA pic.twitter.com/oHqVATeSsy
— cricket.com.au (@cricketcomau) December 31, 2023
হ্যারি ব্রুককে পাঁচ নম্বরে বেছে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আয়ারল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান লরকান টাকারকে ৬ নম্বর ব্যাটিং পজিশনে সুযোগ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ভারতের স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে ৭ নম্বরে বেছে নিয়েছে। বিশেষ এই টেস্ট একাদশে স্পিন বোলার হিসেবে রবিচন্দ্রন অশ্বিনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফাস্ট বোলার হিসেবে প্যাট কামিন্স, কাগিসো রাবাদা, স্টুয়ার্ট ব্রডকে বেছে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
ক্রিকেট অস্ট্রেলিয়ার ‘বর্ষসেরা টেস্ট দল’
উসমান খাজা, দিমুথ করুনারত্নে, কেন উইলিয়ামসন, জো রুট, হ্যারি ব্রুক, লরকান টাকার, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, প্যাট কামিন্স (অধিনায়ক), কাগিসো রাবাদা, স্টুয়ার্ট ব্রড।