উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের অনুষ্ঠানে বিশেষ সম্মানে সম্মানিত সিআর সেভেন

বর্তমানে যথেষ্ট বদল এসেছে উয়েফা (UEFA) চ্যাম্পিয়ন্স লিগে। বিগত বছর গুলির তুলনায় এবার বেড়েছে দলের সংখ্যা। যারফলে আরও জমজমাট হয়ে উঠতে চলেছে এই ক্লাব ফুটবল…

বর্তমানে যথেষ্ট বদল এসেছে উয়েফা (UEFA) চ্যাম্পিয়ন্স লিগে। বিগত বছর গুলির তুলনায় এবার বেড়েছে দলের সংখ্যা। যারফলে আরও জমজমাট হয়ে উঠতে চলেছে এই ক্লাব ফুটবল টুর্নামেন্ট। কতৃপক্ষের পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে মোনাকোর বুকে অনুষ্ঠিত হয়েছিল এবারের এই চ্যাম্পিয়ন্স লিগের অনুষ্ঠান। যেখানে উপস্থিত বিশ্ব ফুটবলের অন্যতম নক্ষত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)।

Advertisements

এদিন তাঁর সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়েই প্রকাশ পায় টুর্নামেন্টের এবারের প্রতিপক্ষ দলগুলি। এক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব পেয়েছে প্রযুক্তি। রোনাল্ডের একটি বোতাম টেপার মধ্য দিয়েই প্রতিটি ক্লাবের প্রতিপক্ষ দল গুলিকে বেছে দেয় একটি বিশেষ সফটওয়্যার। যা তাক লাগিয়ে দিয়েছে সকলকে‌। তবে সেখানেই শেষ নয়। বৃহস্পতিবার এই অনুষ্ঠান থেকে পর্তুগিজ তারকাকে বিশেষ সম্মানে সম্মানিত করেন আলেকজান্ডার সেফেরিন। পরিসংখ্যান অনুযায়ী এই জনপ্রিয় ফুটবল টুর্নামেন্টে এখনও পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন রোনাল্ডো।

Advertisements

ইংল্যান্ডের জনপ্রিয় ফুটবল ক্লাব তথা ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে শুরু করে পরবর্তী স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ হোক কিংবা জুভেন্টাস। বারংবার নিজের সেরাটা তুলে ধরেছেন এই তারকা। যা প্রতি ক্ষেত্রে মুগ্ধ করেছে গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের। বছরের পর বছর তাঁর পায়ের জাদুর সাক্ষী থেকেছেন সকলে। এবার তাঁর এই অসাধারণ সাফল্যকে বিশেষ স্বীকৃতি জানালো উয়েফা। যা নিঃসন্দেহে বিরাট বড় পাওনা।

সব মিলিয়ে মোট পাঁচবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তারমধ্যে গত ২০০৮ মরসুমে ম্যানইউর জার্সিতে প্রথমবারের মতো খেতাব জয় করেছিলেন এই প্রতিভাবান ফুটবলার। তাঁর কিছু সময় পর যোগদান করেন রিয়াল মাদ্রিদ দলে‌। সেখানেই এই ট্রফি জেতেন ৪ বার। যারমধ্যে রয়েছে টানা ৩ বার ট্রফি জয়ের রেকর্ড। ইতালির ক্লাবে যোগদানের পর আর এই খেতাব হাতে না উঠলেও এখনও পর্যন্ত তাঁর সাফল্যের ধারে কাছে নেই আর কোনও ফুটবলার।