COVID-19 Hits: করোনা পজিটিভ জাতীয় দলের কোচ ও ব্যাটসম্যান

COVID-19 Hits New Zealand Squad

বর্তমানে নিউজিল্যান্ড সফরে রয়েছে পাকিস্তান দল। যেখানে দুই দলের মধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলা হচ্ছে। সিরিজে টানা তিন ম্যাচ জিতে ৩-০ ব্যবধানে এগিয়ে আছে নিউজিল্যান্ড। এখন আবার চতুর্থ ম্যাচের আগে নিউজিল্যান্ড দল করোনায় (COVID-19 ) আক্রান্ত।

Advertisements

চতুর্থ টি-টোয়েন্টির আগে নিউজিল্যান্ডের কোচ ও ওপেনার করোনা পজিটিভ হয়েছেন। পাকিস্তান দলের মধ্যেও এখন আশঙ্কার মেঘ। টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচের আগে নিউজিল্যান্ডের ওপেনার ডোয়াইন কনওয়ে ও বোলিং কোচের করোনা পজিটিভ ধরা পড়েন। এরপর চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ থেকে ছিটকে যান ডোয়াইন কনওয়েও। সিরিজে করোনার আশঙ্কা থাকায় দুই দলের মধ্যেই কিছুটা আলোড়ন দেখা দিয়েছে। পাকিস্তানের কোনো ক্রিকেটারের করোনা পজিটিভ ধরা না পড়লেও নিউজিল্যান্ড দলের ওপর এখনো করোনার প্রভাব দেখা যাচ্ছে।

   

এখন পর্যন্ত নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়েছে। তিন ম্যাচের সবকটিতেই পাকিস্তানকে হারিয়েছে নিউজিল্যান্ড। এই সিরিজে এখন পর্যন্ত পাকিস্তানের বোলিং খুবই খারাপ হয়েছে। যার কারণে পরাজয়ের মুখে পড়তে হচ্ছে দলটিকে। এখন সিরিজের বাকি দুই ম্যাচ জিতে সিরিজে মুখ রক্ষা করতে চাইবে পাকিস্তান দল। অন্যদিকে নিউজিল্যান্ড সিরিজে পাকিস্তানকে ৫-০ ব্যবধানে ধরাশায়ী করতে চাইবে। এই সিরিজে পাকিস্তান দলের কমান্ড শাহিন শাহ আফ্রিদির হাতে তুলে দেওয়া হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements