East Bengal: মশালবাহিনীর সঙ্গে যুক্ত হয়ে কী বলছেন ফেলিসিও? জেনে নিন

Felicio Anando Brown Forbes

Advertisements

সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর বেশ কিছু বদল এসেছে লাল-হলুদ ব্রিগেডে (East Bengal)। মাঝমাঠের অন্যতম ভরসাযোগ্য ফুটবলার বোরহা হেরেরাকে লোনে এফসি গোয়ায় পাঠিয়েছে ইস্টবেঙ্গল। তার বদলে দলের সঙ্গে যুক্ত হয়েছেন স্প্যানিশ হাইপ্রোফাইল ভেক্টর ভাসকুয়েজ। বর্তমানে তিনি শহরে এসে উপস্থিত না হলেও আগামী কয়েকদিনের মধ্যেই দলের সঙ্গে যোগ দেবেন।

সেই চেষ্টাই করে যাচ্ছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। এছাড়াও বহু আলোচিত ফরোয়ার্ড জাভিয়ের সিভেরিও টোরোকে ও ছেড়ে দেয় এই প্রধান। মূলত লোনের দরুন জামশেদপুর এফসিতে গিয়েছেন তিনি। খেলবেন খালিদ জামিলের তত্ত্বাবধানে।

Advertisements

অন্যদিকে, সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে নিজেদের নয়া ফরোয়ার্ডের নাম ঘোষণা করে দিয়েছে লাল-হলুদ। তিনি ফেলিসিও ব্রাউন ফোবর্স। আইএসএলের এই বাকি মরশুমের জন্য এই কোস্টারিকান ফরোয়ার্ডের উপরেই ভরসা রাখল লাল-হলুদ ব্রিগেড। যারফলে, এবার থেকে ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে দেখা যাবে ৩২ বছরের এই দাপুটে ফুটবলারকে। এফএসভি ফ্র্যাঙ্কফুট থেকে শুরু করে রাকো ও হানজি সহ হাইনিউর মতো একাধিক দলের হয়ে খেলেছেন তিনি। সেখান থেকেই এবার ইস্টবেঙ্গল। এই নিয়েই এবার মুখ খুললেন কোস্টারিকার এই তারকা।

তিনি বলেন, ইস্টবেঙ্গলের মতো ঐতিহাসিক ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে আমি যথেষ্ট খুশি। আমার এই দল সম্প্রতি সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে। তার জন্য সকলকে আমি অভিনন্দন জানাতে চাই। এবার আমি এই দলের সমর্থকদের খুশি করতে চাই। আইএসএলের দ্বিতীয় লেগে সকলের মুখে হাসি ফোঁটাতে চাই। তার এই বার্তা সহজেই মন জয় করেছে দলের সমর্থকদের।