ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির (Virat Kohli) জন্মদিন উপলক্ষে তাক লাগানো উপহার দিলেন তাঁর ভক্ত তথা কোচবিহারের কলেজ পড়ুয়া শুভঙ্কর পাল। কোচবিহারের অন্দরানফুলবাড়ি গ্রামের এই কলেজ পড়ুয়া ৫ নভেম্বর বিরাট কোহলির জন্মদিন উপলক্ষে এঁকেছেন এক বিশাল মাপের ছবি। এই ছবিটি ৩৩ ফুট লম্বা ও ২৬ ফুট চওড়া, যা তৈরি করতে ব্যবহৃত হয়েছে প্রায় ৮০০টি এ থ্রি সাইজের পেপার। চারকোলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে বিরাট কোহলির মুখ, যা ভারত তথা বিশ্বের সবচেয়ে বড় চারকোল ছবি হিসেবে দাবি করা হচ্ছে।
শুভঙ্কর জানায়, “আমি বিরাট কোহলির একনিষ্ঠ ভক্ত। তাই তাঁর জন্মদিনকে সেলিব্রেট করতে গত বছরও একটি ৮ ফুট লম্বা ছবি এঁকেছিলাম। এবার অনেক বড় মাপের এই ছবি এঁকে তাঁকে অভিনন্দন জানাতে চেয়েছি।” শুভঙ্কর আরও জানান, এই কাজটি করতে তাকে প্রায় ১৬ দিন ধরে নিরলস পরিশ্রম করতে হয়েছে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১টা পর্যন্ত ছবি আঁকার কাজ করেছেন তিনি। দীর্ঘ এই পরিশ্রমের ফলেই ৭০০ স্কোয়ার ফুটের এই ছবি তৈরি হয়েছে।
শুভঙ্কর কোচবিহার কলেজের বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র এবং ছোটবেলা থেকেই আর্টের প্রতি তাঁর আকর্ষণ। তাঁর মা জানান, “ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি শুভঙ্করের আগ্রহ ছিল। বিরাট কোহলির খেলার প্রতি তার অগাধ ভালোবাসা রয়েছে। তাই বিরাটের জন্মদিনে এমন একটি উদ্যোগ নিতে সে পিছপা হয়নি। এমনকি গত পনেরো দিন সে রাতের ঘুমও ত্যাগ করেছে এই ছবি আঁকার জন্য।”
এই বিশালাকার চারকোল আর্ট ইতিমধ্যেই এলাকায় সাড়া ফেলেছে। বন্ধুদের সঙ্গে নিয়ে বিরাট কোহলির জন্মদিনে কেক কেটে সেলিব্রেট করার পরিকল্পনা করেছে শুভঙ্কর। তাঁর দাবি, “পেপারে এত বড় মাপের ছবি কেউ এর আগে আঁকেনি। এটি বিশ্বে বিরাট কোহলিকে নিয়ে আঁকা সবচেয়ে বড় চারকোল ছবি। বিরাট স্যারকে এই ছবির মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই।”
এমন অনন্য ও ব্যতিক্রমী উদ্যোগে গ্রামবাসীরা যেমন গর্বিত, তেমনি শুভঙ্করের পরিশ্রম ও ভালবাসা এই বিশাল মাপের কাজের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। বিরাট কোহলির প্রতি শুভঙ্করের এমন ভালবাসা ও সম্মান দেখে সকলেই অভিভূত।