Jamshedpur FC: অমীমাংসিত মুম্বাই-জামশেদপুর ম্যাচ, বিতর্কে খালিদ জামিলের দল

শুক্রবার আইএসএলের (ISL) ম্যাচে এগিয়ে থেকেও জয় ছিনিয়ে নেওয়া সম্ভব হয়নি জামশেদপুর এফসির (Jamshedpur FC) পক্ষে। নির্ধারিত সময়ের শেষে অমীমাংসিত ফলাফল থাকায় ১ পয়েন্ট নিয়েই…

Khalid Jamil appoint as Jamshedpur FC coach

short-samachar

শুক্রবার আইএসএলের (ISL) ম্যাচে এগিয়ে থেকেও জয় ছিনিয়ে নেওয়া সম্ভব হয়নি জামশেদপুর এফসির (Jamshedpur FC) পক্ষে। নির্ধারিত সময়ের শেষে অমীমাংসিত ফলাফল থাকায় ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে খালিদ জামিলের (Khalid Jamil) ছেলেদের। যারফলে, ১৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে থাকল একবারের লিগশিল্ড জয়ী এই ফুটবল দলকে। তাদের ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি।

   

সমান পয়েন্ট থাকলেও গোল পার্থক্যের ভিত্তিতে উপরে রয়েছে জামশেদপুর দল। তবে এই ম্যাচ নিয়ে ও দেখা দিয়েছে যাবতীয় বিতর্ক। আসলেও আইএসএলের নিয়ম লঙ্ঘন করে ফুটবলার নামানোর প্রসঙ্গ বর্তমানে উঠে আসতে শুরু করেছে ব্যাপকভাবে। যা অনায়াসেই চাপে ফেলতে পারে ইমরান খানদের।

উল্লেখ্য, নিয়ম অনুযায়ী প্রত্যেকটি ম্যাচে অন্তত সাতজন করে দেশীয় ফুটবলার খেলাতে হয় প্রত্যেক দলকে। যদি এক্ষেত্রে কোনো দেশীয় ফুটবলার লাল কার্ড দেখে থাকেন। ঠিক এমন পরিস্থিতি দেখা দিয়েছিল সেই ম্যাচে। যেখানে দলের দাপুটে ফুটবলার চিমা চুকু ম্যাচ শেষের দিকে লাল কার্ড দেখেন। এমন পরিস্থিতিতে ভারতীয় তারকা ইমরান খানকে রিজার্ভে এনে বিদেশি ফুটবলার অ্যালেন স্টিভানোভিচকে প্রথম একাদশে নিয়ে আসেন কোচ খালিদ জামিল। শেষ পর্যন্ত জয় না আসলেও তার এই সিদ্ধান্ত নিয়েই দেখা দিয়েছে যাবতীয় বিতর্ক। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই কমে যায় দেশীয় ফুটবলারদের সংখ্যা।

সেই নিয়েই ক্ষোভ দেখা দেয় মুম্বাই সিটি এফসির।‌ জাভিয়ের সিভেরিও টোরোর করা গোলে জামশেদপুর এগিয়ে থাকলেও ঠিক ৭৪ মিনিটের মাথায় গোল করে দলকে সমতায় আনেন ভারতীয় তারকা লালিয়ানজুয়ালা ছাংতে। বলা যায় তার করা গোলেই হারের মুখ থেকে ফিরে আসে গতবারের লিগশিল্ড জয়ীরা।