২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ (Bangladesh) ও শ্রীলঙ্কা দলের মধ্যে অনেক বিতর্ক হয়েছিল। ম্যাচ চলাকালীন এই দুই দলের মধ্যে হয়েছিল বাকবিতণ্ডা। এরপরই ফিল্ড আম্পায়ারের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে শ্রীলঙ্কা দল। আসলে বর্তমানে শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে টি-টোয়েন্টি সিরিজ খেলা হচ্ছে। ৬ মার্চ সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলা অনুষ্ঠিত হয়। এই ম্যাচেও বিতর্ক।
ক্রিজে উপস্থিত ছিলেন বাংলাদেশের ব্যাটসম্যান সৌম্য সরকার, তখনই বিতর্ক শুরু হয়। লঙ্কান বোলার বিনুরা ফার্নান্দোর একটি বল সৌম্যর খুব কাছ দিয়ে গিয়ে উইকেটরক্ষকের গ্লাভসে চলে যায়। লঙ্কান ক্রিকেটাররা আবেদন করলে ফিল্ড আম্পায়ার সৌম্য সরকারকে আউট দেন। এরপরই রিভিউ নেন সরকার।
টিভি আম্পায়ার মাসুদুর রহমান ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত নাকচ করে সৌম্য সরকারকে নট আউট ঘোষণা করেন। তবে রিভিউয়ের সময়ে মনে হচ্ছিল বল ব্যাটে স্পর্শ করেছে। এরপরেই থার্ড আম্পায়ারের এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক শুরু হয়। মাঠেই প্রতিবাদ জানাতে শুরু করে শ্রীলঙ্কা ক্রিকেট দল।
থার্ড আম্পায়ারের এই সিদ্ধান্তে দারুণ ক্ষুব্ধ দেখাচ্ছিল পুরো শ্রীলঙ্কা দলকে। এরপর মাঠের আম্পায়ারের কাছে গিয়ে জড়ো হয় পুরো দল। শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা ও প্রধান কোচ ক্রিস সিলভারউড এই সিদ্ধান্তে অখুশি। আম্পায়ারের এই সিদ্ধান্ত মেনে নিতে একেবারেই প্রস্তুত ছিল না পুরো দল।
DRAMA! Clear noise > on-field umpire signals out > review taken > 3rd umpire rules not out despite UltraEdge!
Bangladesh-Sri Lanka always throws up a controversy 😶
.
.#BANvsSL #FanCode pic.twitter.com/8hH9i65SD6— FanCode (@FanCode) March 6, 2024
শ্রীলঙ্কার সহকারী কোচ নাভিদ নওয়াজ এই বিতর্ক সম্পর্কে বলেছেন, ‘অন-ফিল্ড আম্পায়ার আউট দিয়েছিলেন। আমি নিশ্চিত যে টিভি আম্পায়ারের কাছে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত উল্টে দেওয়ার জন্য অকাট্য প্রমাণ থাকবে। পুরো ঘটনাটি আমরা টিভির পর্দায় দেখেছি। টিভির পর্দায় আমরা যে ফুটেজ দেখেছি তা কোনো সিদ্ধান্ত দেওয়ার জন্য যথেষ্ট ছিল না।’