মিনি ডার্বির রেশ যেন কিছুতেই কাটছে না। উত্তপ্ত ম্যাচকে কেন্দ্র করে উঠে আসছে একের পর এক অভিযোগ। রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন মহামেডান স্পোর্টিং ক্লাবের কর্তারা। এবার মাঠে ইস্টবেঙ্গলের ফুটবলারদের আচরণ নিয়েও উঠেছে প্রশ্ন ।
বুধবার কলকাতা ফুটবল লীগের সুপার সিক্সের ম্যাচে মুখোমুখি হয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব এবং ইস্টবেঙ্গল। ম্যাচে ২-১ ব্যবধানে জয় অর্জন করে মহামেডান। এরপরেই উত্তপ্ত হয়ে উঠেছিল মাঠ। রেফারির বিরুদ্ধে মাঠে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছিল ইস্টবেঙ্গলের ফুটবলারদের। খেলা চলাকালীনও দুই দলের ফুটবলারদের মধ্যে ছড়িয়েছিল উত্তাপ। ইস্টবেঙ্গল ফুটবলারদের আচরণ মোটেও ভালো ছিল না, সরাসরি অভিযোগ এনেছেন মহামেডান স্পোর্টিং ক্লাব।
কিশোর ভারতী স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া সেদিনের খেলার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে মহামেডান স্পোর্টিং। ছবিতে দেখা গিয়েছে সাদা কালো জার্সির ফুটবলার ফৈয়াজের ঘাড় চেপে ধরেছেন লাল হলুদ জার্সি পরিহিত অতুল উন্নিকৃষ্ণান। মুখে তার আগ্রাসী ভাব। নন্দকুমারকেও ছবিতে দেখা গিয়েছে। যদিও তিনি আগ্রাসী মেজাজে ছিলেন কি না সেটা ছবি দেখে বলা মুশকিল।
The mark of a true footballer is not just in their skills but in their sportsmanship.
We strongly stand against these actions!
#JaanJaanMohammedan #BlackAndWhiteBrigade #CFL2023 #IndianFootball pic.twitter.com/iNYSmpDFPk
— Mohammedan SC (@MohammedanSC) September 21, 2023
এই ছবি পোস্ট করে মহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, “একজন প্রকৃত ফুটবলারের পরিচয় শুধু তার স্কিল নয়, তার খেলোয়াড় সুলভ মনোভাবেও প্রকাশ পায়। এই ধরণের ঘটনার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”